পরীক্ষামূলক প্রকাশনা | ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমি তুমিহীন কিংবা তুমি আমিহীন!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সৈয়দ রাসেল :: বিয়ের পর একবার বেহেশতে পুরুষের ৭২ হুর পাওয়া নিয়ে তার সাথে আমার তুমুল ঝগড়া! কোনোভাবেই তাকে বুঝাতে পারছিলাম না যে, আমি এই হুর-পরীর মধ্যে নেই! আমাকে হারিয়ে ফেলার কষ্ট তার ভেতরটা শেষ করে দিচ্ছিল। তখনই বুঝেছিলাম- একটা মানুষ কতোটা ভালোবাসতে পারে! সেই ভালোবাসতে জানা মানুষটা হচ্ছে শারমিন রিপা

বেহেশতে পুরুষের ৭২ হুর পাওয়া নিয়ে তার সাথে আমার তুমুল ঝগড়া! কোনোভাবেই তাকে বুঝাতে পারছিলাম না যে, আমি এই হুর-পরীর মধ্যে নেই!

সময় কতো অস্থির! দেখতে দেখতে কতো দ্রুত যুগল জীবনের ১০ বছর পার। দীর্ঘ এই সময় ভালোবাসা, ভালোলাগা, হাসি-কান্না আর কতো মান-অভিমান! অভিমান ভাঙানোর কতো রাত কাটিয়েছি তার হাত ধরে। অথচ ১০ বছরের সংসার জীবনে এই প্রথম ২ জানুয়ারি আমি তুমিহীন কিংবা তুমি আমিহীন!

হ্যাঁ, আমি তুমিহীন। তোমার জন্য, আমার জন্য কিংবা আমাদের জন্য আমি আজ দূরে- অনেক দূরে। হাজার চাইলেও হাত ধরে বলতে পারবো না- ‘চলো ঘুরে আসি’!

তবে এটুকু বলতে পারবো- ভালো থেকো, ভালোবাসায় রেখো! আর আমি রাগলে, এখন থেকে মানভাঙানির গানটা তুমিই শুনিও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমি তুমিহীন কিংবা তুমি আমিহীন!

আপডেট সময় ০৩:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

সৈয়দ রাসেল :: বিয়ের পর একবার বেহেশতে পুরুষের ৭২ হুর পাওয়া নিয়ে তার সাথে আমার তুমুল ঝগড়া! কোনোভাবেই তাকে বুঝাতে পারছিলাম না যে, আমি এই হুর-পরীর মধ্যে নেই! আমাকে হারিয়ে ফেলার কষ্ট তার ভেতরটা শেষ করে দিচ্ছিল। তখনই বুঝেছিলাম- একটা মানুষ কতোটা ভালোবাসতে পারে! সেই ভালোবাসতে জানা মানুষটা হচ্ছে শারমিন রিপা

বেহেশতে পুরুষের ৭২ হুর পাওয়া নিয়ে তার সাথে আমার তুমুল ঝগড়া! কোনোভাবেই তাকে বুঝাতে পারছিলাম না যে, আমি এই হুর-পরীর মধ্যে নেই!

সময় কতো অস্থির! দেখতে দেখতে কতো দ্রুত যুগল জীবনের ১০ বছর পার। দীর্ঘ এই সময় ভালোবাসা, ভালোলাগা, হাসি-কান্না আর কতো মান-অভিমান! অভিমান ভাঙানোর কতো রাত কাটিয়েছি তার হাত ধরে। অথচ ১০ বছরের সংসার জীবনে এই প্রথম ২ জানুয়ারি আমি তুমিহীন কিংবা তুমি আমিহীন!

হ্যাঁ, আমি তুমিহীন। তোমার জন্য, আমার জন্য কিংবা আমাদের জন্য আমি আজ দূরে- অনেক দূরে। হাজার চাইলেও হাত ধরে বলতে পারবো না- ‘চলো ঘুরে আসি’!

তবে এটুকু বলতে পারবো- ভালো থেকো, ভালোবাসায় রেখো! আর আমি রাগলে, এখন থেকে মানভাঙানির গানটা তুমিই শুনিও।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5464