ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশিসহ আটক ১৭ ৮৯৬ অভিবাসী। ছবি: সংগৃহিত

অভিবাসন ডেস্ক :: চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে মোট ১ হাজার ১৩৬ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটক কেন্দ্রেও রয়েছে।

দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেনডেরা এলাকার সংসদ সদস্য, সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন লিখিত জবাবে বলেন, ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্রগুলোর মোট ধারণ ক্ষমতা ২১ হাজার ৫৩০ জন।

যে কোনো সময়ে এসব ডিপোতে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেফতার ও ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করে।

স্টার অনলাইন জানিয়েছে, সাইরলিনা জানতে চেয়েছিলেন, মোট কতটি আটক কেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ কি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্বীকৃতি পেয়েছেন কি না।

এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মোট আটকদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছে।

জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক ৯০.৭ শতাংশ আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন। এর পরই ইন্দোনেশিয়া, দেশটির ৩ হাজার ৮১৭ জন এবং বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন।

পত্রিকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, আটক ব্যক্তিদের গড় মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটকদের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নন। তবে আটকদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে যোগ করেছেন স্বরাস্ট্রমন্ত্রী সাইফুদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬

আপডেট সময় ০৯:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

অভিবাসন ডেস্ক :: চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে মোট ১ হাজার ১৩৬ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটক কেন্দ্রেও রয়েছে।

দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেনডেরা এলাকার সংসদ সদস্য, সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন লিখিত জবাবে বলেন, ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্রগুলোর মোট ধারণ ক্ষমতা ২১ হাজার ৫৩০ জন।

যে কোনো সময়ে এসব ডিপোতে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেফতার ও ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করে।

স্টার অনলাইন জানিয়েছে, সাইরলিনা জানতে চেয়েছিলেন, মোট কতটি আটক কেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ কি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্বীকৃতি পেয়েছেন কি না।

এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মোট আটকদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছে।

জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক ৯০.৭ শতাংশ আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন। এর পরই ইন্দোনেশিয়া, দেশটির ৩ হাজার ৮১৭ জন এবং বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন।

পত্রিকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, আটক ব্যক্তিদের গড় মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত আটকদের মধ্যে কোনো ইউএনএইচসিআর কার্ডধারী নন। তবে আটকদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে যোগ করেছেন স্বরাস্ট্রমন্ত্রী সাইফুদ্দিন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481