আফরিন আহমেদ :: লন্ডনের টাওয়ার হ্যামলেটস সিটি হলে ২৩ এপ্রিল ২০২৫, বুধবার সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ঘোষণা করা হয় এ বছরের টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ডের ফলাফল। পাঁচটি বিভাগে দেওয়া এ পুরস্কারের ‘কমিউনিটির জন্য অসামান্য অবদান’ বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন উইশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাসিমা ইসলাম। ফার্স্ট সিটিজেন ও স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
যুক্তরাজ্য সরকারের নিবন্ধিত উইশ ফাউন্ডেশন প্রতি বৃহস্পতিবার লন্ডনের বিভিন্ন স্থানে গৃহহীন, শরণার্থী ও নিম্ন‑আয়ের মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করে। ১১ জন স্থায়ী কর্মী ও ২২জন স্বেচ্ছাসেবকের দল নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে, যার আওতা দিন দিন বাড়ছে। শুধু খাবার নয়—সংস্থাটি উপকারভোগীদের মানসিক ও সামাজিক সহায়তাও দিয়ে থাকে, যাতে তারা সমাজে পুনরায় প্রতিষ্ঠা পায়।
খাদ্য সহায়তার পাশাপাশি উইশ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে সক্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীতবস্ত্র, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সময়ে বিধবা, বৃদ্ধ ও শীতার্তদের হাতে নগদ আর্থিক সহায়তা ও ঘর তৈরী করে দেওয়া হচ্ছে।
পুরস্কার গ্রহণের পর নাসিমা ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়; আমার পাশে থাকা প্রতিটি স্বেচ্ছাসেবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীর অর্জন। কমিউনিটির হৃদয়ে ভালোবাসা আর সহযোগিতার যে শক্তি লুকিয়ে আছে, সেটিই আমাদের পথচলার অনুপ্রেরণা। বিশেষ কৃতজ্ঞতা আমাদের টিমের প্রতিটি সদস্যদের প্রতি তারা না থাকলে উইশ ফাউন্ডেশন এত দুর আসতে পারত না।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতারা আশা প্রকাশ করেন, নাসিমা ইসলামের এই সাফল্য নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে এবং টাওয়ার হ্যামলেটসের বহুমাত্রিক সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।