ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সোমবার স্থগিত নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর পর্তুগালের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়: আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত-বিএনপি মুখোমুখি ব্যস্ততা বাধা নয়, সময়ই উপহার: অটিজম শিশুদের পাশে বাবা-মা প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরন সভা প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা

৭ ম ফ্লোরিডা বই মেলা ২৮ জুন

জুয়েল সাদত :: আগামী ২৮ জুন সাউথ ফ্লোরিডার সাইথ কাউন্টি সিভিক সেন্টার ডেলরী বীচে অনুস্টিত হতে যাচ্ছে ৭ম ফ্লোরিডা বই মেলা৷ দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে বই মেলা৷ সাউথ ফ্লোরিডার নানা শহরের লেখক, কবি সাহিত্যিক ও বই প্রেমীরা উপস্থিত থাকবেন।

এবারের বই মেলা উদ্ভোধন করবেন নাট্যব্যাক্তিত্ব মামুবুর রশীদ। আরো উপস্থিত থাকবেন হুমায়ুন কবীর ঢালী, সংগীত পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী ও নৃত্য শিল্পী পারসা ইভানা। এবারের বইমেলায় থাকবে মুক্তধারা, অনন্য, অম্বয়, নালন্দা সহ আরো কয়েকটি প্রকাশনা। ঢাকা ক্লাব, ফ্লোরিডা গত ৬ টি সফল বইমেলা সফলতার সাথে সম্পন্ন করেছে।

ঢাকা ক্লাবের সভাপতি মীম হোসেন জানান, এবার বইমেলা হবে অনেক আকর্ষনীয়। এবার আবহাওয়ার কারনে ইনডোরে হতে যাচ্ছে ৷ অনেক বইপ্রেমীরা সরাসরি প্রকাশনিগুলো থেকে বই কিনতে পারবেন।

৭ ম বইমেলার অন্যতম আয়োজক বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট দিপু খান জানান, বিভিন্ন শিল্প সাহিত্যের বিশিষ্টজনদের নিয়ে উদযাপন কমিটি তৈরী করা হয়েছে। একটি মানসম্পন্ন বই মেলা হতে যাচ্ছে ডেলরী বীচে ৷ আমাদের উদ্দেশ্য, সাউথ ফ্লোরিডার প্রবাসীরা যেন বেশী বেশী বই পড়েন। বই মানুষের মনোজগতকে বিকশিত করে।

ঢাকা ক্লাবের বই মেলার উদ্ভোধনে প্রধান অতিথি হিসাবে থাকছেন দেশের শীর্ষস্থানীয় নাট্যজন মামুনুর রশীদ। আরো থাকছেন ইউনিসেফ মিনা এওয়ার্ডস খ্যাত হুনায়ুন কবীর ঢালী।

থাকবে, বই নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা, মোড়ক উন্মোচন এবং বই প্রকাশনার নানা দিক নিয়ে আলোচনা। বিভিন্ন প্রকাশনীর কর্নধাররা থাকবেন। ঢাকা ক্লাব সাউথ ফ্লোরিডার একটি ভাল সংগঠন। ১০ বছর আগে ঢাকা ক্লাব বই মেলার গোড়াপত্তন করে। এরপর করোনা সহ নানা প্রতিকুলতা থাকলেও ৭ম বইমেলা উপহার দিতে যাচ্ছে ঢাকা ক্লাব ২৮ জুন। এবার ৪/৫ টি প্রকাশনা অংশগ্রহণ করতে যাচ্ছে আগামীতে এর পরিধি আরো বাড়বে বলে জানান ঢাকা ক্লাবের মীম হোসেন।

ঢাকা ক্লাব ফ্লোরিডাবাসীকে ২৮ জুনে বইমেলায় উপস্থিত হবার আহবান জানিয়েছেন। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে উত্তর আমেরিকা প্রথম আলো, জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ ও সময় টিভি৷

ট্যাগস :

অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন

৭ ম ফ্লোরিডা বই মেলা ২৮ জুন

আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

জুয়েল সাদত :: আগামী ২৮ জুন সাউথ ফ্লোরিডার সাইথ কাউন্টি সিভিক সেন্টার ডেলরী বীচে অনুস্টিত হতে যাচ্ছে ৭ম ফ্লোরিডা বই মেলা৷ দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে বই মেলা৷ সাউথ ফ্লোরিডার নানা শহরের লেখক, কবি সাহিত্যিক ও বই প্রেমীরা উপস্থিত থাকবেন।

এবারের বই মেলা উদ্ভোধন করবেন নাট্যব্যাক্তিত্ব মামুবুর রশীদ। আরো উপস্থিত থাকবেন হুমায়ুন কবীর ঢালী, সংগীত পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী ও নৃত্য শিল্পী পারসা ইভানা। এবারের বইমেলায় থাকবে মুক্তধারা, অনন্য, অম্বয়, নালন্দা সহ আরো কয়েকটি প্রকাশনা। ঢাকা ক্লাব, ফ্লোরিডা গত ৬ টি সফল বইমেলা সফলতার সাথে সম্পন্ন করেছে।

ঢাকা ক্লাবের সভাপতি মীম হোসেন জানান, এবার বইমেলা হবে অনেক আকর্ষনীয়। এবার আবহাওয়ার কারনে ইনডোরে হতে যাচ্ছে ৷ অনেক বইপ্রেমীরা সরাসরি প্রকাশনিগুলো থেকে বই কিনতে পারবেন।

৭ ম বইমেলার অন্যতম আয়োজক বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট দিপু খান জানান, বিভিন্ন শিল্প সাহিত্যের বিশিষ্টজনদের নিয়ে উদযাপন কমিটি তৈরী করা হয়েছে। একটি মানসম্পন্ন বই মেলা হতে যাচ্ছে ডেলরী বীচে ৷ আমাদের উদ্দেশ্য, সাউথ ফ্লোরিডার প্রবাসীরা যেন বেশী বেশী বই পড়েন। বই মানুষের মনোজগতকে বিকশিত করে।

ঢাকা ক্লাবের বই মেলার উদ্ভোধনে প্রধান অতিথি হিসাবে থাকছেন দেশের শীর্ষস্থানীয় নাট্যজন মামুনুর রশীদ। আরো থাকছেন ইউনিসেফ মিনা এওয়ার্ডস খ্যাত হুনায়ুন কবীর ঢালী।

থাকবে, বই নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা, মোড়ক উন্মোচন এবং বই প্রকাশনার নানা দিক নিয়ে আলোচনা। বিভিন্ন প্রকাশনীর কর্নধাররা থাকবেন। ঢাকা ক্লাব সাউথ ফ্লোরিডার একটি ভাল সংগঠন। ১০ বছর আগে ঢাকা ক্লাব বই মেলার গোড়াপত্তন করে। এরপর করোনা সহ নানা প্রতিকুলতা থাকলেও ৭ম বইমেলা উপহার দিতে যাচ্ছে ঢাকা ক্লাব ২৮ জুন। এবার ৪/৫ টি প্রকাশনা অংশগ্রহণ করতে যাচ্ছে আগামীতে এর পরিধি আরো বাড়বে বলে জানান ঢাকা ক্লাবের মীম হোসেন।

ঢাকা ক্লাব ফ্লোরিডাবাসীকে ২৮ জুনে বইমেলায় উপস্থিত হবার আহবান জানিয়েছেন। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে উত্তর আমেরিকা প্রথম আলো, জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ ও সময় টিভি৷