অভিবাসন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের এক অভিজাত এলাকায় দ্রুত বাড়তে থাকা একটি দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে ১০ একর এলাকায় দেখা দিলেও পরবর্তী সময়ে ২ হাজার ৯০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। এতে ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ট্র্যাফিক জ্যাম তৈরি হয়েছে। এতে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন আরও অনেকে। এলাকাটির ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এ আশঙ্কায় অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
রয়টার্স জানায়, মঙ্গলবার দাবানলের কারণে সৃষ্টি হওয়া বিশাল ধোঁয়ার কুণ্ডলি মেট্রোপলিটন শহরটির অধিকাংশ এলাকা ছেয়ে ফেলেছে। উপকূলীয় সান্তা মোনিকা ও মালিবু এলাকার মাঝে অবস্থিত প্যাসিফিক প্যারাডাইস এলাকার অন্তত ২ হাজার ৯২১ একর এলাকা পুড়ে গেছে বলে জানান কর্মকর্তারা। টানা শুকনো আবহাওয়ার মধ্যে জোরালো বাতাস বইতে শুরু করার পরই দাবানলের সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুকনো আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।
ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন। দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রতিবেশী সান বারনারডিনোতে ৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেছেন, রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টোপাঙ্গা ক্যানিয়ন থেকে পালিয়ে আসার সময় বহু বাড়ি জ্বলতে দেখেছেন তারা, তাপ এত বেশি ছিল যে তাদের গাড়ি প্রায় পুড়ে যাচ্ছিল। আগুন সেখান থেকে ছড়িয়ে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত চলে গেছে।