ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদা পাথর বনাব কালো প্রশাসন বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার আনোয়ার ইব্রাহিমের লন্ডন থেকে প্রকাশিত ‘বিদেশি’ গানে ছেঁড়া জাতীয় পতাকা: আইনগত দিক, নৈতিক প্রশ্ন ও সচেতনতার প্রয়োজন প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ প্রথমবারের মতো অ-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ২২ হাজার বিদেশি কিশোর রবিউলের লাশ উদ্ধারের ঘটনায় বুলবুলকে প্রধান আসামী করে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের মহাখালী ফ্লাইওভারের রেলিংয়ে জিপের ধাক্কা, নিহত দুই ব্যবসায়ী সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ

ঢাকা ক্লাবের ৭ম ফ্লোরিডা বইমেলা সফলভাবে সম্পন্ন

জুয়েল সাদত :: ২৮ জুন (শনিবার) সাউথ ফ্লোরিডার ডেলরী বিচে সাউথ কাউন্টি সিভিক সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্লাবের আয়োজিত ৭ম ফ্লোরিডা বইমেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের গৌরব মুছে দেওয়ার চেষ্টা চলছে, তবে প্রবাসীদের মাঝে দেশকে ধারণের প্রয়াস দেখে আশাবাদী।”

মেলা শুরু হয় দুপুর ২টা থেকে, বিভিন্ন প্রকাশনী ও লেখকদের স্টল ছিল মেলায়—মুক্তধারা, নালন্দা, অনন্যা, অন্বয়, সারওয়াত জাবীন লুবনা, গোলাম রাব্বানী রঞ্জু প্রমুখ।

বিকেল ৫টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন লেখক শিব্বির আহমেদ, হুমায়ুন কবির ঢালি, প্রকাশক বিশ্বজিত সাহা, মীম খান, দীপু খান, আতিকুর রহমানসহ ঢাকা ক্লাবের সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আনোয়ারুল খান দীপু।

কবি জুয়েল সাদতের কবিতা সংকলন “অনুভবে আলিঙ্গন” এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এম ফজলুর রহমান, নান্নু আহমদ, বুলবুল চৌধুরী, আলমগীর পাটোয়ারী, আবদুল লতিফ, শেখ মুজিবুর রহমান ও আফরোজা খানম।

সন্ধ্যার পর চলে গান, কবিতা, নৃত্য ও নাট্য পরিবেশনা। অংশ নেন আহমেদ রুশো, রাজিব, আফিয়া নিলয়, ফেরদৌসী নাহার, পারসা ইসলাম, মেরিনা মজুমদারসহ অনেকে। ড. কেয়া রোজারিওর নির্দেশনায় “আজি এ আনন্দ সন্ধ্যায়” পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। “ষড়ঋতুর ছন্দ” পরিবেশন করেন নাজমুন নাহার ইউনা, শরীফ মজুমদার, দেবযানী সেনসহ আরও অনেকে।

দিনাত জাহান মুন্নীর গান এবং শোভনের সাথে ডুয়েট ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। রাত সাড়ে দশটায় মঞ্চস্থ হয় “মানুষ” কবিতার নাট্যরূপ, পরিচালনায় ছিলেন সালমা রহমান মিনু।

ঢাকা ক্লাবের মহিলা সদস্যরা প্রদীপ হাতে পরিবেশন করেন একটি নান্দনিক পরিবেশনা। মীম খান বই পড়ার গুরুত্ব নিয়ে ছোট বক্তব্য রাখেন। রাতে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

মেলা পরিচালনায় ছিলেন সাদিয়া খন্দকার, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বাবু, নাজমুন নাহার ইউনা। ঢাকা ক্লাব সভাপতি মীম খান “শিল্পগ্রাম” শিরোনামে দেশীয় কারুশিল্প ও খাবারের কর্নার উদ্বোধন করেন, যা ছিল মেলার অন্যতম আকর্ষণ।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রানা খান, মুজিব উদ্দিন ও মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

বইমেলার মিডিয়া পার্টনার ছিল উত্তর আমেরিকা প্রথম আলো, জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এবং সময় টিভি।

উদ্যোক্তা দীপু খান ও মীম খান জানান, প্রবাসীদের ব্যাপক সাড়া এবং সব সংগঠনের সহযোগিতা আগামী বইমেলাকে আরও বড় পরিসরে আয়োজনের প্রেরণা জুগিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাদা পাথর বনাব কালো প্রশাসন

ঢাকা ক্লাবের ৭ম ফ্লোরিডা বইমেলা সফলভাবে সম্পন্ন

আপডেট সময় ১০:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুয়েল সাদত :: ২৮ জুন (শনিবার) সাউথ ফ্লোরিডার ডেলরী বিচে সাউথ কাউন্টি সিভিক সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্লাবের আয়োজিত ৭ম ফ্লোরিডা বইমেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের গৌরব মুছে দেওয়ার চেষ্টা চলছে, তবে প্রবাসীদের মাঝে দেশকে ধারণের প্রয়াস দেখে আশাবাদী।”

মেলা শুরু হয় দুপুর ২টা থেকে, বিভিন্ন প্রকাশনী ও লেখকদের স্টল ছিল মেলায়—মুক্তধারা, নালন্দা, অনন্যা, অন্বয়, সারওয়াত জাবীন লুবনা, গোলাম রাব্বানী রঞ্জু প্রমুখ।

বিকেল ৫টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন লেখক শিব্বির আহমেদ, হুমায়ুন কবির ঢালি, প্রকাশক বিশ্বজিত সাহা, মীম খান, দীপু খান, আতিকুর রহমানসহ ঢাকা ক্লাবের সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আনোয়ারুল খান দীপু।

কবি জুয়েল সাদতের কবিতা সংকলন “অনুভবে আলিঙ্গন” এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এম ফজলুর রহমান, নান্নু আহমদ, বুলবুল চৌধুরী, আলমগীর পাটোয়ারী, আবদুল লতিফ, শেখ মুজিবুর রহমান ও আফরোজা খানম।

সন্ধ্যার পর চলে গান, কবিতা, নৃত্য ও নাট্য পরিবেশনা। অংশ নেন আহমেদ রুশো, রাজিব, আফিয়া নিলয়, ফেরদৌসী নাহার, পারসা ইসলাম, মেরিনা মজুমদারসহ অনেকে। ড. কেয়া রোজারিওর নির্দেশনায় “আজি এ আনন্দ সন্ধ্যায়” পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। “ষড়ঋতুর ছন্দ” পরিবেশন করেন নাজমুন নাহার ইউনা, শরীফ মজুমদার, দেবযানী সেনসহ আরও অনেকে।

দিনাত জাহান মুন্নীর গান এবং শোভনের সাথে ডুয়েট ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। রাত সাড়ে দশটায় মঞ্চস্থ হয় “মানুষ” কবিতার নাট্যরূপ, পরিচালনায় ছিলেন সালমা রহমান মিনু।

ঢাকা ক্লাবের মহিলা সদস্যরা প্রদীপ হাতে পরিবেশন করেন একটি নান্দনিক পরিবেশনা। মীম খান বই পড়ার গুরুত্ব নিয়ে ছোট বক্তব্য রাখেন। রাতে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

মেলা পরিচালনায় ছিলেন সাদিয়া খন্দকার, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বাবু, নাজমুন নাহার ইউনা। ঢাকা ক্লাব সভাপতি মীম খান “শিল্পগ্রাম” শিরোনামে দেশীয় কারুশিল্প ও খাবারের কর্নার উদ্বোধন করেন, যা ছিল মেলার অন্যতম আকর্ষণ।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রানা খান, মুজিব উদ্দিন ও মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

বইমেলার মিডিয়া পার্টনার ছিল উত্তর আমেরিকা প্রথম আলো, জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এবং সময় টিভি।

উদ্যোক্তা দীপু খান ও মীম খান জানান, প্রবাসীদের ব্যাপক সাড়া এবং সব সংগঠনের সহযোগিতা আগামী বইমেলাকে আরও বড় পরিসরে আয়োজনের প্রেরণা জুগিয়েছে।