অভিবাসন ডেস্ক :: আবুধাবির বিগ টিকেট লটারির সেপ্টেম্বর ড্র’তে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬০ কোটি ৬২ লাখ টাকা) পুরস্কার জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত এই ড্র’তে ভাগ্যবান হিসেবে নির্বাচিত হন প্রবাসী বাংলাদেশি হারুন সারদার ওরফে নুর নবি সারদার। খবর খালিজ টাইমসের
শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী হারুন ট্যাক্সি চালান। তিনি গত ১৪ সেপ্টেম্বর লটারির টিকিট কেনেন।
ড্র’ চলাকালে অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা হারুনকে ‘গোল্ডেন ফোনে’ কল করে খবরটি জানান। হঠাৎ এ সুসংবাদ শুনে স্তব্ধ হয়ে যান হারুন। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি তখন শুধু বলেছিলেন, ‘ওকে, ওকে।’
খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ২০ মিলিয়ন দিরহাম এককভাবে পাচ্ছেন না হারুন। আরও ১০ জনের সঙ্গে মিলে টিকিটটি কেনার কারণে এই বিপুল অঙ্কের পুরস্কার ভাগাভাগি করে নেবেন সবাই।