অভিবাসন ডেস্ক :: স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। স্থানীয় বাংলা স্পাইসে মঙ্গলবার (২৬ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাস্টের প্রায় সকল সদস্য তাদের পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ গেট টুগেদারে প্রবাসজীবনের অভিজ্ঞতা, দেশের স্মৃতিচারণা এবং স্পেনে প্রবাসীদের অবস্থান নিয়ে আলোচনা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। এছাড়া সাইদুল রহমান আইনুল, আলি হোসেন মুরাদ, আবির হোসেন জামিল, রাজু আহমেদ, আব্দুল জব্বার খসরু, সাব্বির আহমদ, দেলওয়ার হোসেন দিলু, সাদিকুল ইসলাম সোহেল, খালেদ ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, দিলাল উদ্দিন, কাজী হুমায়ুন, নিয়ামুল ইসলাম, মতিউর রহমান, আলী হোসেন, কামরুল ইসলাম কাসেম, আবুল খায়ের আবু, আফছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অটুট রেখে অতীতের ধারাবাহিকতায় ট্রাস্টকে ভবিষ্যতেও সঠিকভাবে পরিচালনা করা হবে।