ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই প্যারিসে কবিতা-সুর ও চিত্রে Festival Terres du Bengale সম্পন্ন লন্ডনে বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সোমবার স্থগিত নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর পর্তুগালের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়: আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত-বিএনপি মুখোমুখি

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

 

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই।ওবুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

দীপংকর দাস দ্বীপ সিলেটের আঞ্চলিক ভাষায় তৈরি হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী কনটেন্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তাঁর ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেকের মুখে এনে দিয়েছিল হাসি।

কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু ফিরে আসা হলো না নিজের প্রিয় শহর সিলেটে।

তাঁর কাকাতো ভাই রাহুল দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দীপংকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন—

> “আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাস দ্বীপ গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু।’”

 

দীপংকর দাস দ্বীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছেন।

> “তুমি রবে নীরবে, হৃদয়ের অন্তরালে…”
সিলেটের এক তরুণ নক্ষত্রের নিঃশব্দ বিদায়।
যে মানুষটা হাসিয়ে গেছে হাজারো মুখ,
যার ভিডিওয় দূর হতো মানুষের বিষণ্নতা —
আজ সে নেই, কিন্তু তার হাসি ও স্মৃতি চিরদিন থাকবে আমাদের মাঝে।
— আরাফাত আদনান, কন্টেন্ট ক্রিয়েটর

ট্যাগস :

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

আপডেট সময় ০২:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

 

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই।ওবুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

দীপংকর দাস দ্বীপ সিলেটের আঞ্চলিক ভাষায় তৈরি হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী কনটেন্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তাঁর ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেকের মুখে এনে দিয়েছিল হাসি।

কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু ফিরে আসা হলো না নিজের প্রিয় শহর সিলেটে।

তাঁর কাকাতো ভাই রাহুল দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দীপংকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন—

> “আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাস দ্বীপ গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু।’”

 

দীপংকর দাস দ্বীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছেন।

> “তুমি রবে নীরবে, হৃদয়ের অন্তরালে…”
সিলেটের এক তরুণ নক্ষত্রের নিঃশব্দ বিদায়।
যে মানুষটা হাসিয়ে গেছে হাজারো মুখ,
যার ভিডিওয় দূর হতো মানুষের বিষণ্নতা —
আজ সে নেই, কিন্তু তার হাসি ও স্মৃতি চিরদিন থাকবে আমাদের মাঝে।
— আরাফাত আদনান, কন্টেন্ট ক্রিয়েটর


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471