ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী ওসমানীনগরে আলোচিত অটোরিকশা চালক শিপন হত্যাকাণ্ড প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষে ‘পতাকা সম্মিলন ডেঙ্গুতে ছেলের মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেলেন মা সাংবাদিক আনিস আলমগীরকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন যুক্তরাষ্ট্রে সব ধরনের ‘আশ্রয় আবেদন’ স্থগিত করল ট্রাম্প প্রশাসন

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

 

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই।ওবুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

দীপংকর দাস দ্বীপ সিলেটের আঞ্চলিক ভাষায় তৈরি হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী কনটেন্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তাঁর ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেকের মুখে এনে দিয়েছিল হাসি।

কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু ফিরে আসা হলো না নিজের প্রিয় শহর সিলেটে।

তাঁর কাকাতো ভাই রাহুল দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দীপংকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন—

> “আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাস দ্বীপ গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু।’”

 

দীপংকর দাস দ্বীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছেন।

> “তুমি রবে নীরবে, হৃদয়ের অন্তরালে…”
সিলেটের এক তরুণ নক্ষত্রের নিঃশব্দ বিদায়।
যে মানুষটা হাসিয়ে গেছে হাজারো মুখ,
যার ভিডিওয় দূর হতো মানুষের বিষণ্নতা —
আজ সে নেই, কিন্তু তার হাসি ও স্মৃতি চিরদিন থাকবে আমাদের মাঝে।
— আরাফাত আদনান, কন্টেন্ট ক্রিয়েটর

ট্যাগস :

হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

আপডেট সময় ০২:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

 

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই।ওবুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

দীপংকর দাস দ্বীপ সিলেটের আঞ্চলিক ভাষায় তৈরি হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী কনটেন্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তাঁর ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেকের মুখে এনে দিয়েছিল হাসি।

কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু ফিরে আসা হলো না নিজের প্রিয় শহর সিলেটে।

তাঁর কাকাতো ভাই রাহুল দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দীপংকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেছেন—

> “আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাস দ্বীপ গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু।’”

 

দীপংকর দাস দ্বীপের অকাল মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করছেন।

> “তুমি রবে নীরবে, হৃদয়ের অন্তরালে…”
সিলেটের এক তরুণ নক্ষত্রের নিঃশব্দ বিদায়।
যে মানুষটা হাসিয়ে গেছে হাজারো মুখ,
যার ভিডিওয় দূর হতো মানুষের বিষণ্নতা —
আজ সে নেই, কিন্তু তার হাসি ও স্মৃতি চিরদিন থাকবে আমাদের মাঝে।
— আরাফাত আদনান, কন্টেন্ট ক্রিয়েটর