ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশন ও নবীগঞ্জে একটি আধুনিক হাসপাতাল স্থাপন একান্ত প্রয়োজন: অধ্যাপক ডা. খালেদ মহসিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

প্যারিস প্রতিনিধি: “হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং নবীগঞ্জে একটি বিশেষায়িত আধুনিক হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি।” — বুধবার (২১ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা শিক্ষা ব্যক্তিত্ব অধ্যাপক ডা. খালেদ মহসিন।

সভায় তিনি বলেন, “আমরা প্রবাসে যাদেরকে দেশ থেকে টাকা বিদেশে নিয়ে যায় তারপরও মাথায় তুলে নাচি, অথচ যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যথেষ্ট মূল্যায়নের নয়। এই বৈষম্যমূলক মনোভাব পরিবর্তন করা জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশাহিদ খান, এবং সঞ্চালনায় ছিলেন সিলেটপিডিয়া’র প্রধান সম্পাদক ও অভিবাসন সম্পাদক শাহাবুদ্দিন শুভ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আব্দুল মুত্তালিব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহ মিলাদ আবেদ, আফিল উদ্দিন, বদরুল আলম, সাংবাদিক জাকির হোসেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমেদ, সামাজিক সংগঠক শামসুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস আখনজি প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন:প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শাবুল আহমেদ, ইমাদ উদ্দিন চৌধুরী, মহসিন রেজা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রাকিবুল ইসলাম, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনেতা সুয়েব মোজাম্মেল, সাংবাদিক শাহিন আহমেদ, ইউরো বাংলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল আমিন এবং আরও অনেকে।

হৃদরোগ ঝুঁকি ও প্রবাসীদের মানসিক স্বাস্থ্য : প্রবাসীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করে অধ্যাপক ডা. খালেদ মহসিন বলেন, “যারা পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে আসেন, তাদের অনেকেই নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারার কারণে মানসিক চাপে ভোগেন। এ থেকে শুরু হয় ধূমপান, অতিরিক্ত মদ্যপানসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি—যার চূড়ান্ত ফলাফল হতে পারে হৃদরোগ। এই ঝুঁকির জায়গায় আমাদের সবাইকে আরও সচেতন হওয়া দরকার।”

তিনি প্রবাসীদের আহ্বান জানান—হবিগঞ্জে একটি হৃদরোগ হাসপাতাল স্থাপন ও নবীগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তিনি বলেন, “আপনারা যে যেখানে আছেন, সেখান থেকে যতটুকু সম্ভব সাহায্য করুন। আপনাদের এই অবদানে হাজারো জীবন রক্ষা পাবে। আপনাদের স্বজনরাও দেশে থেকে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।”

তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বলেন, “এই অঞ্চলটি সিলেট বিভাগের চারটি জেলার সঙ্গে সংযুক্ত, এবং ঢাকামুখী বিশ্বরোড সংলগ্ন হওয়ায় এখানে একটি মানসম্মত হাসপাতাল স্থাপন হলে পুরো অঞ্চল উপকৃত হবে।”

“তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে প্যারিসে যদি কোনো মতবিনিময় সভা বা সেমিনারের আয়োজন করা হয়, তবে তিনি অন্যান্য বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে নিয়ে এতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, উক্ত অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য তিনি শাহাবুদ্দিন শুভসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।”

ট্যাগস :

গণগ্রেফতারের পর থমথমে লস অ্যাঞ্জেলেস

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশন ও নবীগঞ্জে একটি আধুনিক হাসপাতাল স্থাপন একান্ত প্রয়োজন: অধ্যাপক ডা. খালেদ মহসিন

আপডেট সময় ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

প্যারিস প্রতিনিধি: “হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং নবীগঞ্জে একটি বিশেষায়িত আধুনিক হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি।” — বুধবার (২১ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা শিক্ষা ব্যক্তিত্ব অধ্যাপক ডা. খালেদ মহসিন।

সভায় তিনি বলেন, “আমরা প্রবাসে যাদেরকে দেশ থেকে টাকা বিদেশে নিয়ে যায় তারপরও মাথায় তুলে নাচি, অথচ যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যথেষ্ট মূল্যায়নের নয়। এই বৈষম্যমূলক মনোভাব পরিবর্তন করা জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশাহিদ খান, এবং সঞ্চালনায় ছিলেন সিলেটপিডিয়া’র প্রধান সম্পাদক ও অভিবাসন সম্পাদক শাহাবুদ্দিন শুভ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আব্দুল মুত্তালিব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহ মিলাদ আবেদ, আফিল উদ্দিন, বদরুল আলম, সাংবাদিক জাকির হোসেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কোষাধ্যক্ষ হোসেন আহমেদ, সামাজিক সংগঠক শামসুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস আখনজি প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন:প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শাবুল আহমেদ, ইমাদ উদ্দিন চৌধুরী, মহসিন রেজা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রাকিবুল ইসলাম, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনেতা সুয়েব মোজাম্মেল, সাংবাদিক শাহিন আহমেদ, ইউরো বাংলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল আমিন এবং আরও অনেকে।

হৃদরোগ ঝুঁকি ও প্রবাসীদের মানসিক স্বাস্থ্য : প্রবাসীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করে অধ্যাপক ডা. খালেদ মহসিন বলেন, “যারা পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে আসেন, তাদের অনেকেই নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারার কারণে মানসিক চাপে ভোগেন। এ থেকে শুরু হয় ধূমপান, অতিরিক্ত মদ্যপানসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি—যার চূড়ান্ত ফলাফল হতে পারে হৃদরোগ। এই ঝুঁকির জায়গায় আমাদের সবাইকে আরও সচেতন হওয়া দরকার।”

তিনি প্রবাসীদের আহ্বান জানান—হবিগঞ্জে একটি হৃদরোগ হাসপাতাল স্থাপন ও নবীগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তিনি বলেন, “আপনারা যে যেখানে আছেন, সেখান থেকে যতটুকু সম্ভব সাহায্য করুন। আপনাদের এই অবদানে হাজারো জীবন রক্ষা পাবে। আপনাদের স্বজনরাও দেশে থেকে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।”

তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বলেন, “এই অঞ্চলটি সিলেট বিভাগের চারটি জেলার সঙ্গে সংযুক্ত, এবং ঢাকামুখী বিশ্বরোড সংলগ্ন হওয়ায় এখানে একটি মানসম্মত হাসপাতাল স্থাপন হলে পুরো অঞ্চল উপকৃত হবে।”

“তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে প্যারিসে যদি কোনো মতবিনিময় সভা বা সেমিনারের আয়োজন করা হয়, তবে তিনি অন্যান্য বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে নিয়ে এতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, উক্ত অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য তিনি শাহাবুদ্দিন শুভসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471