ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসে বাংলাদেশ উৎসব আন্তর্জাতিক বইমেলা শুরু ১৬ ও ১৭ আগস্ট

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি ::বই আমাদের জ্ঞানের দ্বার খুলে দেয়। মনন ও সংস্কৃতি চর্চার পাশাপাশি চিন্তা ও ভাবনার বিকাশে অন্যতম সহায়ক শক্তি এই বইয়ের আলো ছড়িয়ে দিতে শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উৎসব-আন্তর্জাতিক বইমেলা। আগামী ১৬ ও ১৭ আগস্ট প্যারিসের সেইন ডেনিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এ উৎসব।

প্যারিস টাইমস পত্রিকার উদ্যোগে আয়োজিত এই বইমেলা ও উৎসবের প্রস্তুতি বিষয় নিয়ে শনিবার বিকালে প্যারিসের প্ল্যাস দ্য ক্লিসির ক্যাফে দ্য ল্যুনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্যারিস টাইমস পত্রিকার প্রকাশক ও লেখক কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, খ্যাতিমান সঙ্গীতশিল্পী আরিফ রানা, সৈয়দা কুৃমকুম, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী ও প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন।
ফ্রান্স ও ইউরোপে বসবাসরত কবি-লেখক ও সাংস্কৃতিকমনস্ক ব্যক্তিত্বদের মিলনমেলায় বাংলাদেশ উৎসব মুখরিত হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে সংবাদ সম্মেলনে কাজী এনায়েত উল্লাহ জানান, বাংলাদেশ উৎসবের প্রথম দিন ১৬ আগস্ট প্যারিস টাইমসের আয়োজনে ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা’ এবং ১৭ আগস্ট অ্যাসোসিয়েশন সেকোয়ানো বাঙালির পরিবেশনায় দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকবে দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও পণ্যসামগ্রীর প্রদর্শনী।

সকাল ১০ টা থেকে রাত সন্ধ্যা ৮ পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সেইন ডেনিসের মেয়র ম্যাথিও আনোতাঁ।

দু’দিনব্যাপী আয়োজিত উৎসবের স্থান : Salle de la Légion d’honneur, 6 Pl. de la Légion d’honneur, 93200 Saint-Denis. অনুষ্ঠেয় বইমেলায় যাঁরা বই প্রদর্শন, বিক্রি ও এক্সচেঞ্জের জন্য স্টল নিতে চান। তাদের জন্য যোগাযোগ : প্যারিস টাইমস- ফোন : ‪+33753068183‬, ই-মেইল : paristimes19@gmail.com

ট্যাগস :

প্যারিসে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

প্যারিসে বাংলাদেশ উৎসব আন্তর্জাতিক বইমেলা শুরু ১৬ ও ১৭ আগস্ট

আপডেট সময় ০৬:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি ::বই আমাদের জ্ঞানের দ্বার খুলে দেয়। মনন ও সংস্কৃতি চর্চার পাশাপাশি চিন্তা ও ভাবনার বিকাশে অন্যতম সহায়ক শক্তি এই বইয়ের আলো ছড়িয়ে দিতে শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উৎসব-আন্তর্জাতিক বইমেলা। আগামী ১৬ ও ১৭ আগস্ট প্যারিসের সেইন ডেনিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এ উৎসব।

প্যারিস টাইমস পত্রিকার উদ্যোগে আয়োজিত এই বইমেলা ও উৎসবের প্রস্তুতি বিষয় নিয়ে শনিবার বিকালে প্যারিসের প্ল্যাস দ্য ক্লিসির ক্যাফে দ্য ল্যুনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্যারিস টাইমস পত্রিকার প্রকাশক ও লেখক কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, খ্যাতিমান সঙ্গীতশিল্পী আরিফ রানা, সৈয়দা কুৃমকুম, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী ও প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন।
ফ্রান্স ও ইউরোপে বসবাসরত কবি-লেখক ও সাংস্কৃতিকমনস্ক ব্যক্তিত্বদের মিলনমেলায় বাংলাদেশ উৎসব মুখরিত হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে সংবাদ সম্মেলনে কাজী এনায়েত উল্লাহ জানান, বাংলাদেশ উৎসবের প্রথম দিন ১৬ আগস্ট প্যারিস টাইমসের আয়োজনে ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা’ এবং ১৭ আগস্ট অ্যাসোসিয়েশন সেকোয়ানো বাঙালির পরিবেশনায় দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকবে দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও পণ্যসামগ্রীর প্রদর্শনী।

সকাল ১০ টা থেকে রাত সন্ধ্যা ৮ পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সেইন ডেনিসের মেয়র ম্যাথিও আনোতাঁ।

দু’দিনব্যাপী আয়োজিত উৎসবের স্থান : Salle de la Légion d’honneur, 6 Pl. de la Légion d’honneur, 93200 Saint-Denis. অনুষ্ঠেয় বইমেলায় যাঁরা বই প্রদর্শন, বিক্রি ও এক্সচেঞ্জের জন্য স্টল নিতে চান। তাদের জন্য যোগাযোগ : প্যারিস টাইমস- ফোন : ‪+33753068183‬, ই-মেইল : paristimes19@gmail.com


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471