নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ জে. কে. উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের উদ্যোগে প্রয়াত শিক্ষকদের স্মরণে একদিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১,৭৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। ক্যাম্পের সফল বাস্তবায়নে সামাজিক সংগঠন ‘লাল সবুজ’সহ অন্যান্য সংগঠন সহযোগিতা করে।
আয়োজকদের পক্ষ থেকে আবুল হোসেন জীবন বলেন, “নবীগঞ্জ জে. কে. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম স্যারের দিকনির্দেশনায় আমরা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান, ডা. আব্দুল হাই, গীতি কবি জাহাঙ্গীর রানা, অ্যাডভোকেট আবুল ফজল, সাবেক মেয়র আলহাজ্ব ছাবির মিয়া চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শেফু। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনে বিশেষ মাত্রা যোগ করেছে।