প্যারিস প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার নবনির্বাচিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম রনি।
দলীয় সূত্র জানায়, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেন। পরবর্তীতে ফ্রান্সে বসবাস শুরু করার পরও তিনি প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দীর্ঘদিন ধরে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়মিত ছিলেন তিনি।
বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ফ্রান্সে প্রথম দিকের আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে তার বিশেষ ভূমিকা ছিলো বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। ওই আন্দোলনে প্রবাসে গণতন্ত্র, ভোটাধিকার এবং দেশের মানুষের ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখেন তিনি, যা প্রবাসী মহলে প্রশংসিত হয়।
সাইফুল ইসলাম রনির বাড়ি মাদারীপুর জেলায়। তিনি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নবনির্বাচিত কমিটিতে তার দায়িত্ব প্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন ফ্রান্স যুবদলের নেতাকর্মীরা। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম রনি বলেন, দল যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং প্রবাসে সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করবেন।
নিজস্ব সংবাদ : 











