অভিবাসন ডেস্ক :: মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছিলেন তিনি। সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।
শুধু সাকিবই নন, দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে দলে রেখে দিয়েছে লস অ্যাঞ্জেলস।
আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের তোপে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশের হয়ে শেষটা রাঙানোর সুযোগ পাননি সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।
সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, ‘সাকিব এখন অবসর সময় কাটাচ্ছেন। আমার সঙ্গে শেষ আলাপে তিনি কোনো লিগে খেলার কথা বলেননি।’ ক্রিকেটের বাইরে এখন কখনো দুবাই, কখনো ইংল্যান্ডের বিভিন্ন শহরে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে সাকিবকে।
নিজস্ব সংবাদ : 












