পরীক্ষামূলক প্রকাশনা | ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: শামসুজ্জামান দুদু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

অভিবাসন ডেস্ক :: সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু বলেন, ছোট ভাইয়েরা এই সরকারে আছেন। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তবে তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এ জন্য জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। তাঁর এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপিসহ সব রাজনৈতিক দল থাকবে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। যে সংকট তৈরি হচ্ছে, নির্বাচন না হলে তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবিলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন। বিকেলে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ট্যাগস :

দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: শামসুজ্জামান দুদু

আপডেট সময় ১১:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: সংস্কার ও নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু বলেন, ছোট ভাইয়েরা এই সরকারে আছেন। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তবে তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এ জন্য জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবেন। তাঁর এ প্রক্রিয়ার সঙ্গে বিএনপিসহ সব রাজনৈতিক দল থাকবে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছেন। যে সংকট তৈরি হচ্ছে, নির্বাচন না হলে তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবিলার জন্য নির্বাচিত সরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন। বিকেলে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5464