পরীক্ষামূলক প্রকাশনা | ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হবু স্মার্ট বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মাসুদুর রশিদ :: আমাদের দেশ না ডিজিটাল বাংলাদেশ ছিল (হবু স্মার্ট বাংলাদেশ)? এটা কি তার নমুনা!
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের পোর্টাল ওপেন হয় আইপি এড্রেসে (নট সিকিউর)। আল্লাহ ভালো জানেন, এই কুৎসিত/অথর্ব সাইট ডেভেলপের নামে কত টাকা লুটপাট হয়েছে! 😕
পোর্টালে লগইন আর রেজিস্ট্রেশন করা যেন এক দূরহ কাজ। যদি এখানের লগইন করতে পারেন তবে আপনি আজকের সেরা ভাগ্যবানদের একজন (OTP আসে না)।
লগইন করার পরের অবস্থা আরো ভয়াবহ! মনে হবে যেন আপনি নতুন কোন গ্রহে পৌঁছে গেছেন বা আপনি সদ্য ভুমিষ্ট বাচ্চা যে কিনা পড়াশুনা কিছুই জানে না।
কোন পেজ ওপেন হয় তো আবার কোন পেজের ইরর দেখায়।
সহজ বিষয় গুলো এত জটিল আর প্যাঁচানো যে আপনার দ্বারা এই জিনিস হ্যান্ডেল করা পসিবল না। বহুত ঘাটাঘাটি করে না পেরে অবশেষে আমাকে এজেন্টের হেল্প নিয়ে আমার ট্রেডলাইসেন্স নবায়ন করতে হচ্ছে…
নবায়ন খরচ (২০২৪-২০২৫ অর্থবছর)
– লাইসেন্স/নবায়ন ফি ৩০০০ টাকা
– সাইনবোর্ড কর (৮ বর্গফুট) ৬৪০ টাকা (আমার কোন সাইনবোর্ড নাই, আমি কেন এই ফি দেবো?
– সারচার্জ ১৮০০ টাকা (এইটার মানে আমি বুঝি না)
– ভ্যাট ৮১৬ টাকা
– ফরম ফি ৫০ টাকা (অনলাইনের যুগে ফর্মের ফি কেন নিতে হবে?)
– ব্যাংকিং ফি ৫০ টাকা
– আয়কর/উৎস কর ৩০০০ টাকা। (মুক্ত পেশাজীবীদের আয়কর নেই, তারপরেও আমাকে কেন আয়কর দিতে হচ্ছে?)
মোটঃ ৯৩৫৬ টাকা
– সার্ভিস চার্জ ১০০০ টাকা (এজেন্টের ফি)
সর্বমোটঃ ১০৩৫৬ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবু স্মার্ট বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

মাসুদুর রশিদ :: আমাদের দেশ না ডিজিটাল বাংলাদেশ ছিল (হবু স্মার্ট বাংলাদেশ)? এটা কি তার নমুনা!
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের পোর্টাল ওপেন হয় আইপি এড্রেসে (নট সিকিউর)। আল্লাহ ভালো জানেন, এই কুৎসিত/অথর্ব সাইট ডেভেলপের নামে কত টাকা লুটপাট হয়েছে! 😕
পোর্টালে লগইন আর রেজিস্ট্রেশন করা যেন এক দূরহ কাজ। যদি এখানের লগইন করতে পারেন তবে আপনি আজকের সেরা ভাগ্যবানদের একজন (OTP আসে না)।
লগইন করার পরের অবস্থা আরো ভয়াবহ! মনে হবে যেন আপনি নতুন কোন গ্রহে পৌঁছে গেছেন বা আপনি সদ্য ভুমিষ্ট বাচ্চা যে কিনা পড়াশুনা কিছুই জানে না।
কোন পেজ ওপেন হয় তো আবার কোন পেজের ইরর দেখায়।
সহজ বিষয় গুলো এত জটিল আর প্যাঁচানো যে আপনার দ্বারা এই জিনিস হ্যান্ডেল করা পসিবল না। বহুত ঘাটাঘাটি করে না পেরে অবশেষে আমাকে এজেন্টের হেল্প নিয়ে আমার ট্রেডলাইসেন্স নবায়ন করতে হচ্ছে…
নবায়ন খরচ (২০২৪-২০২৫ অর্থবছর)
– লাইসেন্স/নবায়ন ফি ৩০০০ টাকা
– সাইনবোর্ড কর (৮ বর্গফুট) ৬৪০ টাকা (আমার কোন সাইনবোর্ড নাই, আমি কেন এই ফি দেবো?
– সারচার্জ ১৮০০ টাকা (এইটার মানে আমি বুঝি না)
– ভ্যাট ৮১৬ টাকা
– ফরম ফি ৫০ টাকা (অনলাইনের যুগে ফর্মের ফি কেন নিতে হবে?)
– ব্যাংকিং ফি ৫০ টাকা
– আয়কর/উৎস কর ৩০০০ টাকা। (মুক্ত পেশাজীবীদের আয়কর নেই, তারপরেও আমাকে কেন আয়কর দিতে হচ্ছে?)
মোটঃ ৯৩৫৬ টাকা
– সার্ভিস চার্জ ১০০০ টাকা (এজেন্টের ফি)
সর্বমোটঃ ১০৩৫৬ টাকা।