ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সোমবার স্থগিত নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর পর্তুগালের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়: আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত-বিএনপি মুখোমুখি ব্যস্ততা বাধা নয়, সময়ই উপহার: অটিজম শিশুদের পাশে বাবা-মা প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরন সভা প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা

ভারতে আছড়ে পড়ল সামরিক হেলিকপ্টার, নিহত ৩

আছড়ে পড়া হেলিকপ্টারটি

অভিবাসন ডেস্ক :: ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার মহড়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) আছড়ে পড়ে। এ সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।

এদিকে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন পাইলট। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এ দুঘর্টনা আরও দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়ে আরব সাগরে ভেঙে পড়ে। ওই সময় দুই ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন। পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে।

ট্যাগস :

অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন

ভারতে আছড়ে পড়ল সামরিক হেলিকপ্টার, নিহত ৩

আপডেট সময় ০৩:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার মহড়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) আছড়ে পড়ে। এ সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।

এদিকে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন পাইলট। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এ দুঘর্টনা আরও দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়ে আরব সাগরে ভেঙে পড়ে। ওই সময় দুই ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন। পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে।