ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে গভর্নর মনসুর : রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয় রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের সিলেট টেস্টের প্রথম দিন: দুর্বল জিম্বাবুয়ের দাপটে কোণঠাসা স্বাগতিক বাংলাদেশ ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু গাজায় হামলা নিয়ে এরদোগানের বিবৃতিতে যা আছে ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’ ‘রাষ্ট্রদূত ঈসার অভিযোগ আমি তার বাচ্চা নষ্ট করেছি, এটা মোটেও সত্য না’ জয়া বচ্চন নাকি রেখা, কার সম্পদ বেশি যুক্তরাষ্ট্রের টয়লেট পেপারে শুল্ক বসাবে ইইউ

প্রাথমিক পর্বে ব্যাটিংয়ে সেরা এনামুল বোলিংয়ে তাকসিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আগামীকাল সিলেটের মাঠে গড়াচ্ছে বিপিএল

মিজান মোহাম্মদ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা শেষে এবার সিলেট পর্বের পালা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্টাইকার্স বনাম রংপুর রাইডার্স এর মধ্যকার খেলাটি দিয়ে এ পর্বের শুরু হবে।

সিলেট পর্বের ৬ দিনে ১২ টি ম্যাচ খেলে বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানেও মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে।

তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের একাদশ আসরের পর্দা ওঠে গত ৩০ ডিসেম্বর। প্রাথমিক পর্বে ঢাকায় হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এ ছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

সিলেট পর্বের বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।

ঢাকা পর্ব শেষে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ৭৩ এভারেজে ৩ ম্যাচে ১৪৬ রান, শ্রীলঙ্কান তিসারা পেরেরা ৭০.৫ এভারেজে ৩ ম্যাচে ১৪১ রান করে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

বোলারদের মধ্যে ৬ ইকোনমিতে ৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকার চুড়ায় রয়েছেন তাহসিন আহমেদ। যার মধ্যে রয়েছে এক ম্যাচে ৭ ইউকেটের রেকর্ড। ৬.১৪ ইকোনমিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানি খুশদিল শাহ

ট্যাগস :

নিউইয়র্কে গভর্নর মনসুর : রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়

প্রাথমিক পর্বে ব্যাটিংয়ে সেরা এনামুল বোলিংয়ে তাকসিন

আপডেট সময় ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

আগামীকাল সিলেটের মাঠে গড়াচ্ছে বিপিএল

মিজান মোহাম্মদ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা শেষে এবার সিলেট পর্বের পালা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্টাইকার্স বনাম রংপুর রাইডার্স এর মধ্যকার খেলাটি দিয়ে এ পর্বের শুরু হবে।

সিলেট পর্বের ৬ দিনে ১২ টি ম্যাচ খেলে বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানেও মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে।

তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের একাদশ আসরের পর্দা ওঠে গত ৩০ ডিসেম্বর। প্রাথমিক পর্বে ঢাকায় হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এ ছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

সিলেট পর্বের বিপিএল শুরুর আগে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চিটাগাং। কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে টেবিলের চারে।

ঢাকা পর্ব শেষে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ৭৩ এভারেজে ৩ ম্যাচে ১৪৬ রান, শ্রীলঙ্কান তিসারা পেরেরা ৭০.৫ এভারেজে ৩ ম্যাচে ১৪১ রান করে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

বোলারদের মধ্যে ৬ ইকোনমিতে ৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকার চুড়ায় রয়েছেন তাহসিন আহমেদ। যার মধ্যে রয়েছে এক ম্যাচে ৭ ইউকেটের রেকর্ড। ৬.১৪ ইকোনমিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানি খুশদিল শাহ


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471