অভিবাসন ডেস্ক :: হবিগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু আর আমাদের মাঝে নেই। তিনি গতকাল ভোরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
১৯৭১ সালের উত্তাল মার্চে হবিগঞ্জ ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসেবে এবং মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি এক সাহসী যোদ্ধার ভূমিকা পালন করেন। তাঁর বীরত্ব, দেশপ্রেম ও নেতৃত্বের স্মৃতি হবিগঞ্জবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।
হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক ড. সৈয়দ শাহ এমরান এক শোকবার্তায় বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামনা করছি।”