পরীক্ষামূলক প্রকাশনা | ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোহান ঝড়ে ম্লান হয়ে গেলো মেয়ার্সের ইনিংস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মিজান মোহাম্মদ: নুরুল হাসান সোহানের বীরোচিত ইনিংসে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় পায় রংপুর রাইডার্স। সেই সাথে তুলে নেয় চলতি আসরে টানা ষষ্ঠ জয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে অধিনায়ক নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় রংপুর। ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হেলস।

এরপর রংপুর শিবিরকে এগিয়ে নেন তাওফিক ও তিনে নামা সাইফ। পাওয়ালপ্লে’তে ৩৪ রান তোলেন তারা। কিন্তু এরপর আর থিতু হতে পারেননি সাইফ। ১৯ বলে ২২ রান করে বিদায় নেন তিনি। তবে ফিফটি ছোঁয়ার আগেই দলীয় ৬৬ রানে ২৮ বলে ৩৮ রান করে বিদায় নেন তাওফিক।

এরপর জুটি বাঁধেন ইফতিখার এবং খুশদিল। কার্যকরী ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছিলেন তারা। ফলে, রংপুরের ইনিংসও কক্ষপথেই ছিল। কিন্তু ইনিংসের ১৮তম ওভারেই ঘটে বিপদ।

৩৬ বলে ৪৮ রান করা ইফতিখারকে প্যাভিলিয়নের পথ দেখান শাহীন আফ্রিদি। অন্যপ্রান্তে ফিফটি ছোঁয়ার আগে খুশদিল-ও সাজঘরে ফেরেন। দলীয় ১৭১ রানের মাথায় ২৪ বলে ৪৮ রান করে বিদায় নেন খুশদিল।

শেষদিকে খুশদিলকে হারিয়ে বেশ চাপে পড়ে রংপুর। এতে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের সামনে ২৬ রানের সমীকরণ ছিল। অধিনায়ক সোহান স্ট্রাইকে ছিলেন। মায়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দেন সোহান। এরপর আবারো বাউন্ডারি হাঁকান তিনি। পরের দুই বলে আরো ১০ রান নেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর চার হাঁকিয়ে ১ বলে ২ রানে সমীকরণ আনেন সোহান। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি। শেষমেশ ৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সোহান।

এর আগে, পর্বের ৩য় দিনের প্রথম খেলায় হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৯৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। ২৯ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেছেন কাইল মেয়ার্স। তার এই ইনিংসটা সাজানো ছিল এক চার ও সাত ছয়ের সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে পাঁচ ৪ ও একটি ছয় মারেন এই ওপেনার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান করেন তারা।
৩৪ বলে ৪০ রান করেন বরিশালের তামিম ইকবাল খান। ৬ বল খেলেই বরিশালের ইনিংসে বড় অবদান রাখেন ফাহিম আশরাফ। ২০ রান করেন তিনি। রংপুরের হয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। বিনিময়ে ৪৭ রান খরচ করেন। একটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে আট হাজারি রানের ক্লাবে পা রাখলেন তামিম ইকবাল খান। বিপিএলে আজ দিনের প্রথম খেলায় এই মাইলফলক স্পর্শ করেন তারকা ব্যাটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে মাঠে নামার আগে এই সংস্করণে তামিমের পাশে ছিল সাত হাজার ৯৯১ রান।
ইনিংসের শুরুতে ঢিমেতালে ব্যাট করেন তামিম। প্রথম ১৩ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। অবশেষে শেখ মাহেদির করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি গড়িয়ে সীমানা ছাড়া করেন তামিম। সেই সঙ্গে আট হাজার রানের ক্লাবে পৌঁছে যান। সব মিলিয়ে বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোহান ঝড়ে ম্লান হয়ে গেলো মেয়ার্সের ইনিংস

আপডেট সময় ০৯:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মিজান মোহাম্মদ: নুরুল হাসান সোহানের বীরোচিত ইনিংসে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় পায় রংপুর রাইডার্স। সেই সাথে তুলে নেয় চলতি আসরে টানা ষষ্ঠ জয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে অধিনায়ক নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে ৩ উইকেটে জয় পেয়েছে রংপুর।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় রংপুর। ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হেলস।

এরপর রংপুর শিবিরকে এগিয়ে নেন তাওফিক ও তিনে নামা সাইফ। পাওয়ালপ্লে’তে ৩৪ রান তোলেন তারা। কিন্তু এরপর আর থিতু হতে পারেননি সাইফ। ১৯ বলে ২২ রান করে বিদায় নেন তিনি। তবে ফিফটি ছোঁয়ার আগেই দলীয় ৬৬ রানে ২৮ বলে ৩৮ রান করে বিদায় নেন তাওফিক।

এরপর জুটি বাঁধেন ইফতিখার এবং খুশদিল। কার্যকরী ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছিলেন তারা। ফলে, রংপুরের ইনিংসও কক্ষপথেই ছিল। কিন্তু ইনিংসের ১৮তম ওভারেই ঘটে বিপদ।

৩৬ বলে ৪৮ রান করা ইফতিখারকে প্যাভিলিয়নের পথ দেখান শাহীন আফ্রিদি। অন্যপ্রান্তে ফিফটি ছোঁয়ার আগে খুশদিল-ও সাজঘরে ফেরেন। দলীয় ১৭১ রানের মাথায় ২৪ বলে ৪৮ রান করে বিদায় নেন খুশদিল।

শেষদিকে খুশদিলকে হারিয়ে বেশ চাপে পড়ে রংপুর। এতে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের সামনে ২৬ রানের সমীকরণ ছিল। অধিনায়ক সোহান স্ট্রাইকে ছিলেন। মায়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দেন সোহান। এরপর আবারো বাউন্ডারি হাঁকান তিনি। পরের দুই বলে আরো ১০ রান নেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর চার হাঁকিয়ে ১ বলে ২ রানে সমীকরণ আনেন সোহান। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি। শেষমেশ ৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সোহান।

এর আগে, পর্বের ৩য় দিনের প্রথম খেলায় হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৯৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। ২৯ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেছেন কাইল মেয়ার্স। তার এই ইনিংসটা সাজানো ছিল এক চার ও সাত ছয়ের সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে পাঁচ ৪ ও একটি ছয় মারেন এই ওপেনার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান করেন তারা।
৩৪ বলে ৪০ রান করেন বরিশালের তামিম ইকবাল খান। ৬ বল খেলেই বরিশালের ইনিংসে বড় অবদান রাখেন ফাহিম আশরাফ। ২০ রান করেন তিনি। রংপুরের হয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। বিনিময়ে ৪৭ রান খরচ করেন। একটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে আট হাজারি রানের ক্লাবে পা রাখলেন তামিম ইকবাল খান। বিপিএলে আজ দিনের প্রথম খেলায় এই মাইলফলক স্পর্শ করেন তারকা ব্যাটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে মাঠে নামার আগে এই সংস্করণে তামিমের পাশে ছিল সাত হাজার ৯৯১ রান।
ইনিংসের শুরুতে ঢিমেতালে ব্যাট করেন তামিম। প্রথম ১৩ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। অবশেষে শেখ মাহেদির করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি গড়িয়ে সীমানা ছাড়া করেন তামিম। সেই সঙ্গে আট হাজার রানের ক্লাবে পৌঁছে যান। সব মিলিয়ে বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5464