ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো সেতু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অভিবাসন ডেস্ক :: মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে যথাযথ মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাস ওয়ারশ সিটি করপোরেশন এবং ডিপারটমেন্ট অফ সিটি অ্যান্ড রোড অথরির্টির সমন্বয়ে সেখানকার ভিস্তুলা নদীর উপর নির্মিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটিকে লাল-সবুজের রঙে সাজিয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত ছিল সেতুটি।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দিবসের কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং পোল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণীগুলো পাঠ করা হয়। বিজয় দিবস উপলক্ষে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ উপস্থিত সব অতিথিরা উপভাগ করেন।

পরে বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিদেশে অবস্থান করেও দেশের প্রতি তাদের অঙ্গিকারে প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন।

দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ বিজয় দিবসের মাহাত্ম এবং দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পথ চলা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের তাদের সন্তানদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা প্রদানের জন্য আহ্বান জানান।

এছাড়াও তিনি ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা প্রদানের জন্য প্রবাসীদের অনুরোধ করেন। একইসঙ্গে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বৈধপথে রেমিটেন্স পাঠানোতে বিশেষভাবে অনুরোধ করেন।

ট্যাগস :

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, আহত ৩৩

লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো সেতু

আপডেট সময় ০৪:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

অভিবাসন ডেস্ক :: মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে যথাযথ মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাস ওয়ারশ সিটি করপোরেশন এবং ডিপারটমেন্ট অফ সিটি অ্যান্ড রোড অথরির্টির সমন্বয়ে সেখানকার ভিস্তুলা নদীর উপর নির্মিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটিকে লাল-সবুজের রঙে সাজিয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত ছিল সেতুটি।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে দিবসের কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং পোল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণীগুলো পাঠ করা হয়। বিজয় দিবস উপলক্ষে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ উপস্থিত সব অতিথিরা উপভাগ করেন।

পরে বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিদেশে অবস্থান করেও দেশের প্রতি তাদের অঙ্গিকারে প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেন।

দূতাবাসের মিনিস্টার এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী মুনতাসীর মুর্শেদ বিজয় দিবসের মাহাত্ম এবং দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পথ চলা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের তাদের সন্তানদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা প্রদানের জন্য আহ্বান জানান।

এছাড়াও তিনি ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা প্রদানের জন্য প্রবাসীদের অনুরোধ করেন। একইসঙ্গে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বৈধপথে রেমিটেন্স পাঠানোতে বিশেষভাবে অনুরোধ করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5464