অভিবাসন ডেস্ক :: সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা থেকে একজন করে স্বেচ্ছাসেবী নিয়োগের ঘোষণা দিয়েছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন উইশ ফাউন্ডেশন (Wish Foundation)। মোট ৬৪টি জেলা থেকে ৬৪ জন স্বেচ্ছাসেবী নির্বাচন করা হবে, যারা বিনা বেতনে এবং সততার সঙ্গে সংগঠনের সঙ্গে কাজ করতে আগ্রহী।
উইশ ফাউন্ডেশন জানায়, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই সমাজসেবা, মানবকল্যাণ এবং স্বচ্ছতা ও নিষ্ঠার মানসিকতা থাকতে হবে। যাঁরা এ ধরনের কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করতে আগ্রহী, তাঁদের wishfoundation83@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে অথবা উইশ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করে আবেদন করতে বলা হয়েছে।
নিয়োগকৃত স্বেচ্ছাসেবীরা তাঁদের নিজ নিজ জেলার প্রতিনিধিত্ব করবেন এবং উইশ ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেবেন।
উল্লেখ্য, উইশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা প্রদানই সংগঠনটির প্রধান লক্ষ্য।