ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা একজন প্রাথমিক শিক্ষকের স্বরূপ : বাস্তবতা এবং সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব আবুধাবিতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি হারুন প্যারিসে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার কর্মী সভা সম্পন্ন আনুপাতিক প্রতিনিধিত্ব: ২০২৬ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক করার একটি পথ এবার জেন জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার আরেক দেশ বাবার রাজকন্যা আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন সৈয়দ কামরুল হাসান ও গোলাম শফিক খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা নিয়ে যা বলছে সেনাবাহিনী নবীগঞ্জ-বাহুবলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ঢাকায় মানববন্ধন

বাবার রাজকন্যা

রিফাত আরা রিফা

মাঝে মাঝে রাতের নীরবতায় ঘুম ভেঙে যায়।
চারদিক নিস্তব্ধ, কিন্তু মনের ভেতর ঝড়—
কেন জানি মনে হয়,
এই পৃথিবীতে কেউ বাবার মতো ভালোবাসতে জানে না তার রাজকন্যাকে।

শৈশবের হাতটা ধরে
যিনি প্রথম হাঁটা শিখিয়েছেন ,
প্রথম আঘাতের সময় যিনি বুক দিয়ে আড়াল করেছিলেন,
যার চোখে রাজকন্যা মানেই ছিল পৃথিবীর সবচেয়ে দামী রত্ন,সেই তো বাবা।

পৃথিবীর ভালোবাসা যতই হোক,তার মধ্যে লুকিয়ে থাকে শর্ত, প্রত্যাশা।
কিন্তু বাবার ভালোবাসা—
সে তো নিঃশর্ত, নির্ভেজাল,
একটা ছায়ার মতো, সবসময় আড়ালে দাঁড়িয়ে থাকা শক্তি।

হয়তো সেই কারণেই রাতের গভীরে হৃদয়ের ভেতর প্রশ্ন জাগে…….
এই পৃথিবীতে আদৌ কি আর কেউ আছে যে বাবার মতো করে তার রাজকন্যাকে আগলে রাখতে পারে?

হয়তো নেই।
হয়তো সেই অদৃশ্য ছায়া আরেকবার হাত বাড়াবে না,
কিন্তু বাবার রাজকন্যা আজও সেই হাতের উষ্ণতা বুকে নিয়ে নিজেকে শক্ত করে বাঁচিয়ে রাখে।

কারণ বাবা শিখেয়েন-
“যে ভালোবাসা পৃথিবীতে নেই,তা হৃদয়ের ভেতর বেঁচে থাকে অনন্তকাল।”

ট্যাগস :

মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

বাবার রাজকন্যা

আপডেট সময় ১০:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

রিফাত আরা রিফা

মাঝে মাঝে রাতের নীরবতায় ঘুম ভেঙে যায়।
চারদিক নিস্তব্ধ, কিন্তু মনের ভেতর ঝড়—
কেন জানি মনে হয়,
এই পৃথিবীতে কেউ বাবার মতো ভালোবাসতে জানে না তার রাজকন্যাকে।

শৈশবের হাতটা ধরে
যিনি প্রথম হাঁটা শিখিয়েছেন ,
প্রথম আঘাতের সময় যিনি বুক দিয়ে আড়াল করেছিলেন,
যার চোখে রাজকন্যা মানেই ছিল পৃথিবীর সবচেয়ে দামী রত্ন,সেই তো বাবা।

পৃথিবীর ভালোবাসা যতই হোক,তার মধ্যে লুকিয়ে থাকে শর্ত, প্রত্যাশা।
কিন্তু বাবার ভালোবাসা—
সে তো নিঃশর্ত, নির্ভেজাল,
একটা ছায়ার মতো, সবসময় আড়ালে দাঁড়িয়ে থাকা শক্তি।

হয়তো সেই কারণেই রাতের গভীরে হৃদয়ের ভেতর প্রশ্ন জাগে…….
এই পৃথিবীতে আদৌ কি আর কেউ আছে যে বাবার মতো করে তার রাজকন্যাকে আগলে রাখতে পারে?

হয়তো নেই।
হয়তো সেই অদৃশ্য ছায়া আরেকবার হাত বাড়াবে না,
কিন্তু বাবার রাজকন্যা আজও সেই হাতের উষ্ণতা বুকে নিয়ে নিজেকে শক্ত করে বাঁচিয়ে রাখে।

কারণ বাবা শিখেয়েন-
“যে ভালোবাসা পৃথিবীতে নেই,তা হৃদয়ের ভেতর বেঁচে থাকে অনন্তকাল।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471