রিফাত আরা রিফা
মাঝে মাঝে রাতের নীরবতায় ঘুম ভেঙে যায়।
চারদিক নিস্তব্ধ, কিন্তু মনের ভেতর ঝড়—
কেন জানি মনে হয়,
এই পৃথিবীতে কেউ বাবার মতো ভালোবাসতে জানে না তার রাজকন্যাকে।
শৈশবের হাতটা ধরে
যিনি প্রথম হাঁটা শিখিয়েছেন ,
প্রথম আঘাতের সময় যিনি বুক দিয়ে আড়াল করেছিলেন,
যার চোখে রাজকন্যা মানেই ছিল পৃথিবীর সবচেয়ে দামী রত্ন,সেই তো বাবা।
পৃথিবীর ভালোবাসা যতই হোক,তার মধ্যে লুকিয়ে থাকে শর্ত, প্রত্যাশা।
কিন্তু বাবার ভালোবাসা—
সে তো নিঃশর্ত, নির্ভেজাল,
একটা ছায়ার মতো, সবসময় আড়ালে দাঁড়িয়ে থাকা শক্তি।
হয়তো সেই কারণেই রাতের গভীরে হৃদয়ের ভেতর প্রশ্ন জাগে…….
এই পৃথিবীতে আদৌ কি আর কেউ আছে যে বাবার মতো করে তার রাজকন্যাকে আগলে রাখতে পারে?
হয়তো নেই।
হয়তো সেই অদৃশ্য ছায়া আরেকবার হাত বাড়াবে না,
কিন্তু বাবার রাজকন্যা আজও সেই হাতের উষ্ণতা বুকে নিয়ে নিজেকে শক্ত করে বাঁচিয়ে রাখে।
কারণ বাবা শিখেয়েন-
“যে ভালোবাসা পৃথিবীতে নেই,তা হৃদয়ের ভেতর বেঁচে থাকে অনন্তকাল।”