ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়: আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত-বিএনপি মুখোমুখি ব্যস্ততা বাধা নয়, সময়ই উপহার: অটিজম শিশুদের পাশে বাবা-মা প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরন সভা প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান ইমামের সেঞ্চুরি মিস, চার ফিফটিতে নিয়ন্ত্রণ পাকিস্তানের

প্রকাশিত হয়েছে ফয়সাল আহমেদ এর নতুন বই “আমার নদী”

অভিবাসন ডেস্ক :: প্রকাশিত হয়েছে লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর নতুন বই “আমার নদী”। নদীরস্মৃতি বিষয়ক বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রকর আল আখির সরকার। ১৯২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

এই সংকলনে মোট ২৮ জনের লেখা স্থান পেয়েছে। লিখেছেন, অরূপ তালুকদার, অসীম বিভাকর, আহমদ বশীর, আব্দুল করিম কিম , আমীন আল রশীদ, আইরিন সুলতানা, ইমরান মাহফুজ, এস.এম. শফিকুল ইসলাম কানু, কাজল রশীদ শাহীন, কাজী আলিম-উজ-জামান, চৌধুরী সাইফুল আলম , জাকারিয়া মন্ডল , টুটুল আহমেদ, মিজানুর রহমান আফরোজ, মাহমুদ হাফিজ, মামুন কবীর, মুনির হোসেন, মুহাম্মদ ফরিদ হাসান, রাকিবুল রকি , লুৎফর রহমান হিমেল , শমশের আলী, সঞ্জয় সরকার, শামস সাইদ , সাঈদ চৌধুরী, সিরাজুল ইসলাম মুনির, সিদ্দিকুর রহমান খান, সৌমিত্র দস্তিদার, সুমন মজুমদার ।

বইটির সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ইতিপূর্বে “প্রিয় নদীর গল্প” নামে নদী বিষয়ক স্মৃতিকথার সংকলন করেছিলাম, তারই ধারাবাহিকতায় “আমার নদী” প্রকাশিত হয়েছে। বইতে কবি, কথাসাহিত্যিক, গবেষেক ও সাংবাদিকসহ ২৮ জনের লেখা স্থান পেয়েছে। আমি আশা করি “প্রিয় নদীর গল্প” বইটির মতো এই বইটিও পাঠকপ্রিয় হবে। দুটো বইই প্রকাশ করেছে জাগতিক প্রকাশন।

সম্পাদক পরিচিতি : লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর জন্ম ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। পালন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্পাদনা করছেন বই-বিষয়ক পত্রিকা এবং বই ও নদী-বিষয়ক পত্রিকা রিভার বাংলা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তেরোটি। তিনি ২০১৯ সালে সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন। এবং ২০২৩ সালে বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী গ্রন্থের জন্য কলকাতার মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি তাকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে ফয়সাল আহমেদ এর নতুন বই “আমার নদী”

আপডেট সময় ০৮:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

অভিবাসন ডেস্ক :: প্রকাশিত হয়েছে লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর নতুন বই “আমার নদী”। নদীরস্মৃতি বিষয়ক বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রকর আল আখির সরকার। ১৯২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

এই সংকলনে মোট ২৮ জনের লেখা স্থান পেয়েছে। লিখেছেন, অরূপ তালুকদার, অসীম বিভাকর, আহমদ বশীর, আব্দুল করিম কিম , আমীন আল রশীদ, আইরিন সুলতানা, ইমরান মাহফুজ, এস.এম. শফিকুল ইসলাম কানু, কাজল রশীদ শাহীন, কাজী আলিম-উজ-জামান, চৌধুরী সাইফুল আলম , জাকারিয়া মন্ডল , টুটুল আহমেদ, মিজানুর রহমান আফরোজ, মাহমুদ হাফিজ, মামুন কবীর, মুনির হোসেন, মুহাম্মদ ফরিদ হাসান, রাকিবুল রকি , লুৎফর রহমান হিমেল , শমশের আলী, সঞ্জয় সরকার, শামস সাইদ , সাঈদ চৌধুরী, সিরাজুল ইসলাম মুনির, সিদ্দিকুর রহমান খান, সৌমিত্র দস্তিদার, সুমন মজুমদার ।

বইটির সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ইতিপূর্বে “প্রিয় নদীর গল্প” নামে নদী বিষয়ক স্মৃতিকথার সংকলন করেছিলাম, তারই ধারাবাহিকতায় “আমার নদী” প্রকাশিত হয়েছে। বইতে কবি, কথাসাহিত্যিক, গবেষেক ও সাংবাদিকসহ ২৮ জনের লেখা স্থান পেয়েছে। আমি আশা করি “প্রিয় নদীর গল্প” বইটির মতো এই বইটিও পাঠকপ্রিয় হবে। দুটো বইই প্রকাশ করেছে জাগতিক প্রকাশন।

সম্পাদক পরিচিতি : লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর জন্ম ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। পালন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্পাদনা করছেন বই-বিষয়ক পত্রিকা এবং বই ও নদী-বিষয়ক পত্রিকা রিভার বাংলা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তেরোটি। তিনি ২০১৯ সালে সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন। এবং ২০২৩ সালে বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী গ্রন্থের জন্য কলকাতার মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি তাকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করে।