সভাপতি সবুজ, সম্পাদক রাসেল, কোষাধ্যক্ষ তাশফিন
অভিবাসন ডেস্ক :: ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও এলামনাইদের সমন্বয়ে বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্সের ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) বিকালে প্যারিসের লুক্সেমবার্গ পার্কে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি : সাইফুল আলম সবুজ, মাস্টার ইন কর্পোরেট স্ট্র্যাটেজি-সায়েন্স-পো, সহ-সভাপতি : নূর জাহান শরীফা পূর্ণাতা, ব্যাচেলর ইন ফ্যাশন ডিজাইন-আইএফএ প্যারিস, সাধারণ সম্পাদক : তোফাজ্জল হোসেন রাসেল, মাস্টার ইন সাইবার রেজিলিয়েন্স-এসিলভ, প্রধান সমন্বয়কারী : ডালিয়া নিশাত মণি মাস্টার ইন কম্পিউটার নেটওয়ার্ক-সরবোন বিশ্ববিদ্যালয়, কোষাধ্যক্ষ : সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, মাস্টার ইন সাইবারসিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং-এসিলভ, মুখপাত্র: চৌধুরী আল ফারাবী, মাস্টার ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়, প্রশাসক : মিজানুর রহমান, মাস্টার ইন সাইবার রেজিলিয়েন্স-এসিলভ, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক : মো. শামীম বিন শহীদ, মাস্টার ইন হেলথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক : মো. শাকিল চৌধুরী, মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এপিটা, ইভেন্ট ও লজিস্টিকস বিষয়ক সম্পাদক : সেলিম হোসেন, মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এপিটা, আউটরীচ এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেক্রেটারি : মো: ইমরান হোসেন, মাস্টার ইন বিআইএম, সরবোন ও এরাসমাস যুগ্ম মাস্টার (ফ্রান্স-ইতালি-স্পেন), শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক : ওয়ালিদ ইসলাম, মাস্টার ইন সাসটেইনেবল ম্যানেজমেন্ট- বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ, ছাত্র কল্যাণ সম্পাদক : সাদমান তামজিদ হোসেন, মাস্টার ইন ফিজিক্স – পিপিএম- সরবোন বিশ্ববিদ্যালয়, উপ-ছাত্র কল্যাণ সম্পাদক : মো. রাশাদুল ইসলাম, মাস্টার ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি, ইনসা উত-দ্য-ফ্রান্স, সদস্যপদ বিষয়ক সম্পাদক : রিহান তাহমিদ রায়হান, মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন- ইএসসিই, কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক : ফারজানা রশনি অনন্যা, মাস্টার ইন ইনোভেটিভ ড্রাগস- বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ, নির্বাহী সদস্য : মুইন সরকার, এমবিএ ইন ফ্যাশন অ্যান্ড লাক্সারি ম্যানেজমেন্ট- কলেজ দে প্যারিস, ওবায়দুল হক শাহিন, মাস্টার ইন পলিটিক্যাল সায়েন্স- প্যারিস ননতের বিশ্ববিদ্যালয়, ইভা অধিকারী, মাস্টার ইন কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড আইটি- গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়, হাসনাত বিন সাঈদ- মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিটা, মো. তানভীর আহমেদ, মাস্টার ইন পারচেজিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট- প্যারিস বিজনেস স্কুল ও মো: আজহারুল ইসলাম ইমন, মাষ্টার ইন বিজনেস ইঞ্জিনিয়ারিং- মপলিয়ের বিশ্ববিদ্যালয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য সংগ্রহ এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আউটরিচ ও সাংস্কৃতিক কার্যক্রমের পরিসর বাড়ানো এবং ফ্রান্স ও ইউরোপজুড়ে বিশ্ববিদ্যালয়, পেশাজীবী সংস্থা এবং বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমরা নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনেকদূর এগিয়ে যেতে চাই।’
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (বিএসএফ) ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ইন্টার্নশিপ, ভিসা সংক্রান্ত নির্দেশনা এবং ফরাসি সমাজে একীভূত হওয়ার ব্যাপারে সহায়তা প্রদান করে আসছে। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্যারিসে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে এ সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।