প্যারিস, ফ্রান্স প্রতিনিধি :: ইউরোপ-বাংলাদেশ বিজনেস অ্যান্ড কমার্স ইনিশিয়েটিভ (EBFCI)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার ফ্রান্সের প্যারিস উপকণ্ঠে অবস্থিত গার দু নর্দ -এর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বিকেলবেলা অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় নেতৃত্ব দেন EBFCI-এর সভাপতি ও টিম লিড ড. ওয়ালী তসার উদ্দিন, এমবিই, ডিবিএ, জেপি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সালিম শরীফ এবং পরিচালকমণ্ডলীর সদস্যবৃন্দ আতাহির খান, এম. এ. মতিন, আব্দুল মতলিব চৌধুরী ও সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ।
সভায় ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, বিশিষ্ট ব্যবসায়ী তাপস বড়ুয়া, কন্তাব আব্দুল মুতালিব, ইমাদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ । এসময় ব্যবাসী নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য জনাব ফয়ছল চৌধুরী, যিনি তাঁর উপস্থিতির মাধ্যমে আয়োজনটির গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করেন। তাঁর বক্তব্যে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি উৎসাহ ও সহযোগিতার বার্তা উঠে আসে।
সভায় বাংলাদেশ ও ইউরোপের মধ্যে বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ীদের দক্ষতা ও সম্পৃক্ততা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
EBFCI-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ইউরোপ ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
আরো পড়ুন