অভিবাসন ডেস্ক :: আগামীকাল ২৭ জানুয়ারি, সোমবার, প্রয়াত অর্থমন্ত্রী শহীদ শাহ এ এম এস কিবরিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে, কিবরিয়া পরিবারের পক্ষ থেকে সকাল ১১:০০টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন কিবরিয়া পরিবার।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ–পরবর্তী আওয়ামী লীগের এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন।