অভিবাসন ডেস্ক :: প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত সফরকারীদের। এই লক্ষ্যে আগে ব্যাট করে টাইগ্রেসদের ১৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আইরিশরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৩৪ রান। ৪ ওভারে ২০ রান খরচায় টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দুই আইরিশ ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৪ রান করে লুইস আউট হলে ২৩ রান করে তাকে সঙ্গ দেন হান্টার। তিনে ব্যাট করতে নেমে রান তুলতে থাকেন ওরালা প্রেন্ডারগাস্ট। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই আইরিশ ব্যাটার। এরপর লরা ডেলানিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লেয়াহ পল।
কিন্তু ১৮তম ওভারে জাহানারার বলে ক্যাচ আউট হন ১৬ রান করা পল। শেষ দিকে ডেলানি ৩৫ রানে আউট আউট হলে, রাহ ফোর্বস ৪ রান এবং রেবেকা স্টোকেলে অপরাজিত ৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। নাহিদার দুই উইকেট ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন।