অভিবাসন ডেস্ক :: ইসরাইলের হামলার জবাবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন করে জায়ানিস্টদের বিপক্ষে এই জবাব ছোঁড়া হয়েছে। ইসরাইলের তেল আবিবের লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, ইরানের ডজনখানেক মিসাইল দেশটির বিভিন্ন শহরে পড়ছে।
এরআগে, ইসরাইলের ৭০টি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন। ওই হামলার প্রতিশোধস্বরূপ পাল্টা হামলা চালিয়েছে ইরান। ঘণ্টাখানেক আগে দেশটির তরফ থেকে বলা হয় খুব দ্রুতই ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে ইরান। তার পরই এই হামলা।
ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে, ইসরাইলের বেশ কয়েকটি শহরে টার্গেট করে হামলা চালাচ্ছে ইরানিয়ান ফোর্স। ইরনা জানিয়েছে, এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ড্রোনের সাহায্যে একটি হাইব্রিড আক্রমণ।
ইসরাইলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর হাইফা এবং পাশের শহর তামরায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দেশটির বিভিন্ন শহরে সাইরেন বেজে উঠছে।
এরআগে, ইসরাইলের হামলার একদিনের মাথায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শুক্রবার গভীর রাতে তেল আবিব ও আশপাশের এলাকায় তাদের বাড়িঘরে আঘাত হানে। যা ইসরাইলে ব্যাপক ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি করে। ওই হামলায় ৩ জন নিহত ও ১৭৩ জন আহত হয়েছেন। হামলার সময় ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরাইলি নিরাপদ কক্ষ ও বোমা আশ্রয়কেন্দ্রের দিকে ছোটেন।
যদিও ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে বেশকিছু ক্ষেপণাস্ত্র যেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল—সেগুলো তেল আবিব, রামাত গান ও রিশন লেৎসিয়নের আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে এবং রীতিমত ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এবার আরও বড় হামলা চালিয়েছে ইরান।
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 



















