ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ২২ হাজার বিদেশি

অভিবাসন ডেস্ক :: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্গনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিযান পুরো দেশে পরিচালিত হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন ভঙ্গকারী, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন ভঙ্গকারী। এছাড়া ১ হাজার ৬৪০ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়।

জানা গেছে, তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ৪৮ জনকে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে।

অভিযানে আরও ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা আইন ভঙ্গকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা সহযোগিতায় লিপ্ত ছিলেন। এ নিয়ে সর্বমোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩০ জন। ২০ হাজার ৬০১ জন পুরুষ ও ৩ হাজার ২৯ জন নারী। সবাই দেশটির আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, ৩ হাজার ১৩৬ জন টিকিট বুকিংয়ের অপেক্ষায় এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে, যারা সীমান্ত লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা করবেন, পরিবহন বা আশ্রয় দেবেন, কিংবা অন্য কোনোভাবে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন বাজেয়াপ্ত এবং নাম প্রকাশের শাস্তি দেওয়া হবে।

এই অপরাধকে দেশটিতে গুরুতর ও কলঙ্কজনক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি আটকযোগ্য অপরাধ। জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, আইন ভঙ্গের তথ্য পেলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জরুরি সরকারি নম্বরে খবর দেওয়ার জন্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ২২ হাজার বিদেশি

আপডেট সময় ০৭:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

অভিবাসন ডেস্ক :: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্গনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিযান পুরো দেশে পরিচালিত হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন ভঙ্গকারী, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন ভঙ্গকারী। এছাড়া ১ হাজার ৬৪০ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়।

জানা গেছে, তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ৪৮ জনকে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে।

অভিযানে আরও ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা আইন ভঙ্গকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা সহযোগিতায় লিপ্ত ছিলেন। এ নিয়ে সর্বমোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩০ জন। ২০ হাজার ৬০১ জন পুরুষ ও ৩ হাজার ২৯ জন নারী। সবাই দেশটির আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, ৩ হাজার ১৩৬ জন টিকিট বুকিংয়ের অপেক্ষায় এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে, যারা সীমান্ত লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা করবেন, পরিবহন বা আশ্রয় দেবেন, কিংবা অন্য কোনোভাবে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন বাজেয়াপ্ত এবং নাম প্রকাশের শাস্তি দেওয়া হবে।

এই অপরাধকে দেশটিতে গুরুতর ও কলঙ্কজনক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি আটকযোগ্য অপরাধ। জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, আইন ভঙ্গের তথ্য পেলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জরুরি সরকারি নম্বরে খবর দেওয়ার জন্য।