ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

প্যারিস প্রতিনিধি : রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী কোন গজলশিল্পীর একক গজল সন্ধ্যা। গজল পরিবেশন করেন বাংলাদেশর বরেণ্য গজল শিল্পী আরিফুল ইসলাম মিঠু।

গজল সন্ধ্যার আয়োজনে ছিলো ছড়া বিষয়ক লিটলম্যাগ ‘ছড়াকর্ম’ ও সাহিত্য পত্রিকা ’উচ্ছল’। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ’ছড়াকর্ম’ ও ’উচ্ছল’ সম্পাদক বিশিষ্ট ছড়াকার, শিশুসাহিত্যিক কবি ও লেখক লোকমান আপন। সহযোগিতায় ছিলেন প্যারিসের গানপ্রিয় সুধীসমাজ। অনবদ্য এই গজল সন্ধ্যার আমন্ত্রিত শিল্পী আরিফুল ইসলাম মিঠু তার মোহময়ী কন্ঠে প্রায় দুই ঘন্টা গান গেয়ে প্যারিসের দর্শকেদেরকে মাতিয়ে রাখেন। উপস্থিত দর্শদের মূহুর্মূহু করতালিতে মুখরিত সন্ধ্যায় মিঠু গেয়ে শোনান তাঁর গাওয়া নানা স্বাদের জনপ্রিয় গানগুলো। গজল সন্ধ্যায় শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনুভব চ্যাটার্জি।

শিল্পী আরিফুল ইসলাম মিঠু শিল্প-সাহিত্যের তীর্থভূমি প্যারিসে প্রথমবারের মতো এলেন এবং গান পরিবেশন করলেন। এ ব্যাপারে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন- এ অন্যরকম ভালোলাগা, অন্যরকম অভিজ্ঞতা। স্বপ্নের শহর প্যারিসে আমার এতো ভক্ত শ্রোতা আছে আমি জানতাম না, তাঁদের সামনে গান পরিবেশন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি বলতে প্যারিস সফরের পর আমার মনে হচ্ছে আমার এবারের ইউরোপ ট্যুর সফল এবং সার্থক হয়েছে। আমাকে প্যারিসে গান পরিবেশেন করার সুযোগ করে দেবার জন্যে আমি কবি ও লেখক লোকমান আপনসহ সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গজল সন্ধ্যার মূল উদ্যোক্তা লেখক সম্পাদক লোকমান আপন উনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন- এটা আমার জন্যে দারুণ এক অভিজ্ঞতা। মিঠু ভাইয়ের সাথে আমার ছাব্বিশ বছর আগের পরিচয়। সেই পরিচয়কে সম্মান জানিয়ে তিনি প্যারিসে এসেছেন এবং কন্ঠের জাদুতে আমাদেরকে মুগ্ধ করেছেন এজন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুব্রত চক্রবর্তী শুভদাসহ প্যারিসের গানপ্রিয় আমার প্রিয় ভাই বন্ধুদেরকে। যাঁদের আন্তরিক পরামর্শ আর সহযোতিগা না পেলে এমন সুন্দর একটি আয়োজন কিছুতেই সম্ভব হতোনা। আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেন প্রবাসী ছোট ভাই গীতিকার মাসুদ কামালকে, যার পরামর্শে আমি মিঠু ভাইকে প্যারিসে নিয়ে আসতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি প্যারিসের সুধীসমাজকে যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করেছেন। গজল সন্ধ্যায় উপস্থিত বিশিষ্ট আবৃত্তিশিল্পী মুনির কাদের উনার অনুভূতি প্রকাশ করে বলেন- গজল সন্ধ্যার এই আয়োজনটি দারুণ ছিলো। প্যারিসে প্রথম বারের মতো বাংলাদেশের কোন গজলশিল্পীর গজল সন্ধ্যায় আরিফুল ইসলাম মিঠু’র মতো এতো বড় একজন শিল্পীর গান শুনতে পারা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। লোকমান আপনসহ আয়োজকদেরকে অনেক ধন্যবাদ প্যারিসবাসীকে অনবদ্য একটি গজল সন্ধ্যা উপহার দেবার জন্যে।

ট্যাগস :

প্যারিসে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

প্যারিসে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

প্যারিস প্রতিনিধি : রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী কোন গজলশিল্পীর একক গজল সন্ধ্যা। গজল পরিবেশন করেন বাংলাদেশর বরেণ্য গজল শিল্পী আরিফুল ইসলাম মিঠু।

গজল সন্ধ্যার আয়োজনে ছিলো ছড়া বিষয়ক লিটলম্যাগ ‘ছড়াকর্ম’ ও সাহিত্য পত্রিকা ’উচ্ছল’। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ’ছড়াকর্ম’ ও ’উচ্ছল’ সম্পাদক বিশিষ্ট ছড়াকার, শিশুসাহিত্যিক কবি ও লেখক লোকমান আপন। সহযোগিতায় ছিলেন প্যারিসের গানপ্রিয় সুধীসমাজ। অনবদ্য এই গজল সন্ধ্যার আমন্ত্রিত শিল্পী আরিফুল ইসলাম মিঠু তার মোহময়ী কন্ঠে প্রায় দুই ঘন্টা গান গেয়ে প্যারিসের দর্শকেদেরকে মাতিয়ে রাখেন। উপস্থিত দর্শদের মূহুর্মূহু করতালিতে মুখরিত সন্ধ্যায় মিঠু গেয়ে শোনান তাঁর গাওয়া নানা স্বাদের জনপ্রিয় গানগুলো। গজল সন্ধ্যায় শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অনুভব চ্যাটার্জি।

শিল্পী আরিফুল ইসলাম মিঠু শিল্প-সাহিত্যের তীর্থভূমি প্যারিসে প্রথমবারের মতো এলেন এবং গান পরিবেশন করলেন। এ ব্যাপারে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন- এ অন্যরকম ভালোলাগা, অন্যরকম অভিজ্ঞতা। স্বপ্নের শহর প্যারিসে আমার এতো ভক্ত শ্রোতা আছে আমি জানতাম না, তাঁদের সামনে গান পরিবেশন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি বলতে প্যারিস সফরের পর আমার মনে হচ্ছে আমার এবারের ইউরোপ ট্যুর সফল এবং সার্থক হয়েছে। আমাকে প্যারিসে গান পরিবেশেন করার সুযোগ করে দেবার জন্যে আমি কবি ও লেখক লোকমান আপনসহ সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গজল সন্ধ্যার মূল উদ্যোক্তা লেখক সম্পাদক লোকমান আপন উনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন- এটা আমার জন্যে দারুণ এক অভিজ্ঞতা। মিঠু ভাইয়ের সাথে আমার ছাব্বিশ বছর আগের পরিচয়। সেই পরিচয়কে সম্মান জানিয়ে তিনি প্যারিসে এসেছেন এবং কন্ঠের জাদুতে আমাদেরকে মুগ্ধ করেছেন এজন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সুব্রত চক্রবর্তী শুভদাসহ প্যারিসের গানপ্রিয় আমার প্রিয় ভাই বন্ধুদেরকে। যাঁদের আন্তরিক পরামর্শ আর সহযোতিগা না পেলে এমন সুন্দর একটি আয়োজন কিছুতেই সম্ভব হতোনা। আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেন প্রবাসী ছোট ভাই গীতিকার মাসুদ কামালকে, যার পরামর্শে আমি মিঠু ভাইকে প্যারিসে নিয়ে আসতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি প্যারিসের সুধীসমাজকে যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করেছেন। গজল সন্ধ্যায় উপস্থিত বিশিষ্ট আবৃত্তিশিল্পী মুনির কাদের উনার অনুভূতি প্রকাশ করে বলেন- গজল সন্ধ্যার এই আয়োজনটি দারুণ ছিলো। প্যারিসে প্রথম বারের মতো বাংলাদেশের কোন গজলশিল্পীর গজল সন্ধ্যায় আরিফুল ইসলাম মিঠু’র মতো এতো বড় একজন শিল্পীর গান শুনতে পারা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। লোকমান আপনসহ আয়োজকদেরকে অনেক ধন্যবাদ প্যারিসবাসীকে অনবদ্য একটি গজল সন্ধ্যা উপহার দেবার জন্যে।