অভিবাসন ডেস্ক :: ওয়েল কাম রামাদান অনুষ্ঠান সফল করতে আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা গতকাল শুক্রবার ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে। খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ১৯ ফেব্রুয়ারী ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে ওয়েলকাম রামাদান। ব্রঙ্কস বাংলাদেশী কমুউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
পবিত্র রমজান মাসে সবাই যাকে সুন্দরভাবে রোজা পালন করে এর সর্বোচ্চ পূণ্যফল পেতে পারে মূলত এ বিষয়ে দিক নির্দেশনা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় আল আকসা পার্টি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে যাকাতের তাৎপর্য এবং রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকুল রাখতে মসজিদ গুলোতে পুলিশি নিরাপত্তা নিয়েও আলোচনা হবে এই অনুষ্ঠানে।
বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট, মূল ধারার রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ কয়েক’শ প্রবাসী বাংলাদেশী ওই অনুষ্ঠানে উপস্থিত থকেতে পারেন বলে আয়োজকরা প্রবাস নিউজ ডটকমকে জানিয়েছেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কমুউনিটি বোর্ড ৯ এর চেয়ারপারসন মোহাম্মদ এন মজুমদার,খলিল ফুডের সিইও শেফ খলিলুর রহমান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, এনওয়াইপিডির সাবেক সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, লুইটেনেন্ট এমডি বিলাল উদ্দিন, কমুউনিটি বোর্ড ৯ এর সদস্য এম ডি আলাউদ্দিন, পুলিশ অফিসার এম ডি আলম, পুলিশ অফিসার এমডি এ আলী