ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝর্ণার জলে মুখ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ফকির ইলিয়াস

খরচ হয়ে যাওয়া আগুনের মুদ্রাকে,
আর খুঁজতে যেও না।
বরং যে শীত এখনও মাটি প্রদক্ষিণ
করতে শেখেনি, তার ভবিষ্যত নিয়ে
লিখে রাখো গল্প, কবিতাকে ছুটি দাও-
এমনকি সংগীত থেকে সুরের পাঁজর
খুলে নিয়ে পৃথক করে রাখো।

পতাকার বিপক্ষে দাঁড়ানো,
সন্তানের কাজ নয়।
পত পত হাওয়ায় ওড়ার দৃশ্য
ও দরদ-
যে মানুষের বক্ষ ভেদ করে না,
দরকার নেই,তাকে মানচিত্রের
রেখা চিনিয়ে দেয়ার;
যারা একই মাতৃদুগ্ধ পানে প্রত্যাশী,
সময় এখন তাদের কাছে ডাকার!

যেভাবে এদেশে ষোলোই ডিসেম্বর
এসেছিল,যেভাবে কাতারবন্দি
হয়েছিল,জাতিসত্তায় মিলিত মানুষ-
ঠিক সেভাবেই উঠুক আওয়াজ-
বিজয়ী ঝর্ণার জলে মুখ দেখে দেখে,
এই ভূমি অসাম্প্রদায়িক মানুষের,
সেই মিছিল এগিয়ে যাক আজ!

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০

ঝর্ণার জলে মুখ

আপডেট সময় ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

ফকির ইলিয়াস

খরচ হয়ে যাওয়া আগুনের মুদ্রাকে,
আর খুঁজতে যেও না।
বরং যে শীত এখনও মাটি প্রদক্ষিণ
করতে শেখেনি, তার ভবিষ্যত নিয়ে
লিখে রাখো গল্প, কবিতাকে ছুটি দাও-
এমনকি সংগীত থেকে সুরের পাঁজর
খুলে নিয়ে পৃথক করে রাখো।

পতাকার বিপক্ষে দাঁড়ানো,
সন্তানের কাজ নয়।
পত পত হাওয়ায় ওড়ার দৃশ্য
ও দরদ-
যে মানুষের বক্ষ ভেদ করে না,
দরকার নেই,তাকে মানচিত্রের
রেখা চিনিয়ে দেয়ার;
যারা একই মাতৃদুগ্ধ পানে প্রত্যাশী,
সময় এখন তাদের কাছে ডাকার!

যেভাবে এদেশে ষোলোই ডিসেম্বর
এসেছিল,যেভাবে কাতারবন্দি
হয়েছিল,জাতিসত্তায় মিলিত মানুষ-
ঠিক সেভাবেই উঠুক আওয়াজ-
বিজয়ী ঝর্ণার জলে মুখ দেখে দেখে,
এই ভূমি অসাম্প্রদায়িক মানুষের,
সেই মিছিল এগিয়ে যাক আজ!