অভিবাসন ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণফোরাম শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন করে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এড.সুব্রত চৌধুরী ১২০ টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক সিনিয়র সাংবাদিক ও গবেষক টি এইচ এম জাহাঙ্গীর সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।
টি এইচ এম জাহাঙ্গীর একাধারে সাংবাদিক,লেখক,সামাজিক সংগঠক । তিনি সুদীর্ঘ ৩০বছর যাবত সাংবাদিকতা পেশায় জড়িত।তিনি সিলেট বিভাগের গুণীজন,ইতিহাস-ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণারত। তার রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ১৯টি।তিনি সিলেট বিভাগের গুণীজনদের সমন্বয়ে সিলেট রত্ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তার ব্যাপক কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী সূধীমহলে ব্যাপক প্রসংশিত ব্যক্তিত্ব।তিনি সিলেট রত্নদের নিয়ে কাজ করে সিলেটের খ্যাতিমান গুণীজনেরা তাকে “সিলেট রত্ন” উপাদি দিয়েছেন।
টি এইচ এম জাহাঙ্গীর বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চীফ ফেলো ও সিটিজেন রিসার্চ কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে সুবিধা বঞ্চিত নাগরিক,রাজনৈতিক সম্প্রতি,সামাজিক প্রতিবন্ধকতা ও উন্নয়ন নিয়ে গবেষণা পত্র তৈরী করে সেমিনারের মাধ্যমে প্রকাশ করে জনগণকে সচেতন করা ও সরকারের দৃস্টিআর্যন করে থাকেন।পেশাগত জীবনে জনপ্রিয় ম্যাগাজিন বাংলা টাইমস’র সম্পাদক,চ্যানেল এস’র জয়েন্ট নিউজ এডিটর ও দৈনিক বাংলাদেশ সমাচার’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
টি এইচ এম জাহাঙ্গীর ছোট বেলা থেকেই ছাতকে ছাত্র রাজনীতি ও সামাজিক সংগঠনে সক্রিয় ছিলেন।তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগের নেতা ছিলেন।পরবর্তীতে তিনি যুব গণফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।বর্তমানে তিনি গণফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও তিনি দেশব্যাপী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল এর সভাপতি,জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক,জালালাবাদ এসোসিয়েশন,ঢাকা’র কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য,সুনামগঞ্জ সমিতি,ঢাকার সাবেক সাধারণ সম্পাদক।এছাড়াও তিনি শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে গঠিত জাতীয় সংগঠন “এডুকেশন ডেভলাপমেন্ট ক্যাম্পিং ইডিসি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।আইডিয়াল স্কুল এন্ড কলেজ,মতিঝিল এর অভিভাবক কাউন্সিলেরও তিনি সভাপতি।
টি এইচ এম জাহাঙ্গীর সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারা বাজার) আসনের জনগণ নিয়ে দীর্যকাল যাবত পরিলল্পনা করে আসছেন।তার পরিকল্পিত ১১ দয়া বাস্তবায়ন হলে সুবিধা বঞ্চিত ও অনুন্নত ছাতক-দোয়ারাবাসীর স্বপ্ন বাস্তবায়ন হবে বলে তিনি মনে করেন।জাহাঙ্গীর ১৯৭৬ সালের ২০ জুলাই ছাতক উপজেলার চেচান গ্রামে জন্মগ্রহণ করেন।পেশাগত কারণে তিনি বিগত ২৫ বছর যাবত ঢাকায় বসবাস করেন।নিজেকে জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্মজীবনকে সমৃদ্ধ করে নিজেকে যোগ্য করে গড়ে তুলেছেন।
নিজস্ব সংবাদ : 













