ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

ঢাকা ক্লাবের ৭ম ফ্লোরিডা বইমেলা সফলভাবে সম্পন্ন

জুয়েল সাদত :: ২৮ জুন (শনিবার) সাউথ ফ্লোরিডার ডেলরী বিচে সাউথ কাউন্টি সিভিক সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্লাবের আয়োজিত ৭ম ফ্লোরিডা বইমেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের গৌরব মুছে দেওয়ার চেষ্টা চলছে, তবে প্রবাসীদের মাঝে দেশকে ধারণের প্রয়াস দেখে আশাবাদী।”

মেলা শুরু হয় দুপুর ২টা থেকে, বিভিন্ন প্রকাশনী ও লেখকদের স্টল ছিল মেলায়—মুক্তধারা, নালন্দা, অনন্যা, অন্বয়, সারওয়াত জাবীন লুবনা, গোলাম রাব্বানী রঞ্জু প্রমুখ।

বিকেল ৫টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন লেখক শিব্বির আহমেদ, হুমায়ুন কবির ঢালি, প্রকাশক বিশ্বজিত সাহা, মীম খান, দীপু খান, আতিকুর রহমানসহ ঢাকা ক্লাবের সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আনোয়ারুল খান দীপু।

কবি জুয়েল সাদতের কবিতা সংকলন “অনুভবে আলিঙ্গন” এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এম ফজলুর রহমান, নান্নু আহমদ, বুলবুল চৌধুরী, আলমগীর পাটোয়ারী, আবদুল লতিফ, শেখ মুজিবুর রহমান ও আফরোজা খানম।

সন্ধ্যার পর চলে গান, কবিতা, নৃত্য ও নাট্য পরিবেশনা। অংশ নেন আহমেদ রুশো, রাজিব, আফিয়া নিলয়, ফেরদৌসী নাহার, পারসা ইসলাম, মেরিনা মজুমদারসহ অনেকে। ড. কেয়া রোজারিওর নির্দেশনায় “আজি এ আনন্দ সন্ধ্যায়” পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। “ষড়ঋতুর ছন্দ” পরিবেশন করেন নাজমুন নাহার ইউনা, শরীফ মজুমদার, দেবযানী সেনসহ আরও অনেকে।

দিনাত জাহান মুন্নীর গান এবং শোভনের সাথে ডুয়েট ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। রাত সাড়ে দশটায় মঞ্চস্থ হয় “মানুষ” কবিতার নাট্যরূপ, পরিচালনায় ছিলেন সালমা রহমান মিনু।

ঢাকা ক্লাবের মহিলা সদস্যরা প্রদীপ হাতে পরিবেশন করেন একটি নান্দনিক পরিবেশনা। মীম খান বই পড়ার গুরুত্ব নিয়ে ছোট বক্তব্য রাখেন। রাতে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

মেলা পরিচালনায় ছিলেন সাদিয়া খন্দকার, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বাবু, নাজমুন নাহার ইউনা। ঢাকা ক্লাব সভাপতি মীম খান “শিল্পগ্রাম” শিরোনামে দেশীয় কারুশিল্প ও খাবারের কর্নার উদ্বোধন করেন, যা ছিল মেলার অন্যতম আকর্ষণ।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রানা খান, মুজিব উদ্দিন ও মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

বইমেলার মিডিয়া পার্টনার ছিল উত্তর আমেরিকা প্রথম আলো, জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এবং সময় টিভি।

উদ্যোক্তা দীপু খান ও মীম খান জানান, প্রবাসীদের ব্যাপক সাড়া এবং সব সংগঠনের সহযোগিতা আগামী বইমেলাকে আরও বড় পরিসরে আয়োজনের প্রেরণা জুগিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন

ঢাকা ক্লাবের ৭ম ফ্লোরিডা বইমেলা সফলভাবে সম্পন্ন

আপডেট সময় ১০:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুয়েল সাদত :: ২৮ জুন (শনিবার) সাউথ ফ্লোরিডার ডেলরী বিচে সাউথ কাউন্টি সিভিক সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্লাবের আয়োজিত ৭ম ফ্লোরিডা বইমেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের গৌরব মুছে দেওয়ার চেষ্টা চলছে, তবে প্রবাসীদের মাঝে দেশকে ধারণের প্রয়াস দেখে আশাবাদী।”

মেলা শুরু হয় দুপুর ২টা থেকে, বিভিন্ন প্রকাশনী ও লেখকদের স্টল ছিল মেলায়—মুক্তধারা, নালন্দা, অনন্যা, অন্বয়, সারওয়াত জাবীন লুবনা, গোলাম রাব্বানী রঞ্জু প্রমুখ।

বিকেল ৫টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন লেখক শিব্বির আহমেদ, হুমায়ুন কবির ঢালি, প্রকাশক বিশ্বজিত সাহা, মীম খান, দীপু খান, আতিকুর রহমানসহ ঢাকা ক্লাবের সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আনোয়ারুল খান দীপু।

কবি জুয়েল সাদতের কবিতা সংকলন “অনুভবে আলিঙ্গন” এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এম ফজলুর রহমান, নান্নু আহমদ, বুলবুল চৌধুরী, আলমগীর পাটোয়ারী, আবদুল লতিফ, শেখ মুজিবুর রহমান ও আফরোজা খানম।

সন্ধ্যার পর চলে গান, কবিতা, নৃত্য ও নাট্য পরিবেশনা। অংশ নেন আহমেদ রুশো, রাজিব, আফিয়া নিলয়, ফেরদৌসী নাহার, পারসা ইসলাম, মেরিনা মজুমদারসহ অনেকে। ড. কেয়া রোজারিওর নির্দেশনায় “আজি এ আনন্দ সন্ধ্যায়” পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। “ষড়ঋতুর ছন্দ” পরিবেশন করেন নাজমুন নাহার ইউনা, শরীফ মজুমদার, দেবযানী সেনসহ আরও অনেকে।

দিনাত জাহান মুন্নীর গান এবং শোভনের সাথে ডুয়েট ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। রাত সাড়ে দশটায় মঞ্চস্থ হয় “মানুষ” কবিতার নাট্যরূপ, পরিচালনায় ছিলেন সালমা রহমান মিনু।

ঢাকা ক্লাবের মহিলা সদস্যরা প্রদীপ হাতে পরিবেশন করেন একটি নান্দনিক পরিবেশনা। মীম খান বই পড়ার গুরুত্ব নিয়ে ছোট বক্তব্য রাখেন। রাতে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

মেলা পরিচালনায় ছিলেন সাদিয়া খন্দকার, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বাবু, নাজমুন নাহার ইউনা। ঢাকা ক্লাব সভাপতি মীম খান “শিল্পগ্রাম” শিরোনামে দেশীয় কারুশিল্প ও খাবারের কর্নার উদ্বোধন করেন, যা ছিল মেলার অন্যতম আকর্ষণ।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রানা খান, মুজিব উদ্দিন ও মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

বইমেলার মিডিয়া পার্টনার ছিল উত্তর আমেরিকা প্রথম আলো, জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ এবং সময় টিভি।

উদ্যোক্তা দীপু খান ও মীম খান জানান, প্রবাসীদের ব্যাপক সাড়া এবং সব সংগঠনের সহযোগিতা আগামী বইমেলাকে আরও বড় পরিসরে আয়োজনের প্রেরণা জুগিয়েছে।