ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালিত আমেরিকাবিরোধী মনোভাব, কর্মকাণ্ড থাকলে ভিসা হবে না ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগরে হাজার হাজার মানুষের বিক্ষোভ মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬ জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সাদা পাথর বনাব কালো প্রশাসন বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার আনোয়ার ইব্রাহিমের লন্ডন থেকে প্রকাশিত ‘বিদেশি’ গানে ছেঁড়া জাতীয় পতাকা: আইনগত দিক, নৈতিক প্রশ্ন ও সচেতনতার প্রয়োজন প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ প্রথমবারের মতো অ-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেল তুলে দিলো পুলিশ সার্জেন্টে রাজের ওপর

অভিবাসন ডেস্ক :: রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি আনোয়ার হোসেন রাজু (৩৯) নামে এক পুলিশ সার্জেন্টের ওপর তুলে দেয়। এতে ওই সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

বুধবার(১৪ মে) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সার্জেন্ট রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, বুধবার বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় সার্জেন্ট আনোয়ার। এ সময় সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় মোটরসাইকেলটি সার্জেন্ট আনোয়ারকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহন হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুইজনকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুই জনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজিস্ট্রেশনবিহীন ওই মোটরসাইকেলটি ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম।

জানা গেছে, সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশে যোগদান করেন। ২০২৪ সালে ডিএমপিতে তার পোস্টিং হয়। সার্জেন্ট আনোয়ারের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি ওই এলাকার রফিক মিয়ার ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালিত

রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেল তুলে দিলো পুলিশ সার্জেন্টে রাজের ওপর

আপডেট সময় ১১:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

অভিবাসন ডেস্ক :: রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি আনোয়ার হোসেন রাজু (৩৯) নামে এক পুলিশ সার্জেন্টের ওপর তুলে দেয়। এতে ওই সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

বুধবার(১৪ মে) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সার্জেন্ট রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, বুধবার বিকেলের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় সার্জেন্ট আনোয়ার। এ সময় সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় মোটরসাইকেলটি সার্জেন্ট আনোয়ারকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহন হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুইজনকে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুই জনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রেজিস্ট্রেশনবিহীন ওই মোটরসাইকেলটি ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম।

জানা গেছে, সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশে যোগদান করেন। ২০২৪ সালে ডিএমপিতে তার পোস্টিং হয়। সার্জেন্ট আনোয়ারের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি ওই এলাকার রফিক মিয়ার ছেলে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471