ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী ওসমানীনগরে আলোচিত অটোরিকশা চালক শিপন হত্যাকাণ্ড প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষে ‘পতাকা সম্মিলন ডেঙ্গুতে ছেলের মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেলেন মা সাংবাদিক আনিস আলমগীরকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন যুক্তরাষ্ট্রে সব ধরনের ‘আশ্রয় আবেদন’ স্থগিত করল ট্রাম্প প্রশাসন

হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

মিজান মোহাম্মদ :শান্তর হার না মানা ঝড়ো সেঞ্চুরি ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ভর করে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নিল রাজশাহী। হার দিয়ে শুরু এবারের বিপিএল শুরু করলো স্বাগতিক সিলেট।

প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। সাহেবজাদা ফারহান থিতু হওয়ার চেষ্টা করলেও ১৯ বলে ২০ রান করে ফেরেন সাজঘরে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখেন। ৩৬ বলে পূর্ণ করেন ফিফটি।

ফিফটির পর আরও মারকুটে ব্যাটিং শুরু করেন রাজশাহীর দলপতি। সাথে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। শেষপর্যন্ত সিলেটের রানের পাহাড় টপকে তাই উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। ৩১ বলে ৫১ রান করে জয়সূচক রান এনে দেন মুশফিক।

সিলেটের পক্ষে বল হাতে পেসার খালেদ আহমদ ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায়। ৩৬ রানে প্রথম উইকেট পড়ে সিলেটের। সাইম আইয়ুব ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। ১৮ বলে ২০ রান করে জাজাই ফেরেন সাজঘরে, তার আগে দুটি চারের সাথে হাঁকান একটি ছক্কা। ক্রিজে থিতু হয়ে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। ইমন শুধু সঙ্গই দেন নি, দেখিয়েছেন চার-ছয়ের ঝড়। সিলেটের মাঠে উপছে পড়া দর্শকরাও পেয়েছেন সেরা বিনোদন।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই দেখা মিলল রানপ্রসবা উইকেটের। তবে সেই রানের ফোয়ারা শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেই।

আজ হতাশ করেননি আফিফ হোসেনও বিশ্বকাপজয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইমনের ব্যাটে ভর করে সিলেট হাঁটতে থাকে বড় পুঁজির দিকে।

রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। রান আউট হয়ে মাঠ ছাড়ার আগে এক ছয় ও ৪ চারে সংগ্রহ করেন ৩৩ রান।

৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন।ইনিংসের শেষ বলে ইথান ব্রুকস মাঠে নেমেই তানজিম হাসানের বলে এলবিডব্লু শিকার হয়ে শূণ্য রানে ফেরেন সাজঘরে। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।

রাজশাহীর পক্ষে নেপালি লামিচানে ৪ ওভার বল করে ৯.৫ ইকোনমিতে ৩৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

ট্যাগস :

হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

আপডেট সময় ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

মিজান মোহাম্মদ :শান্তর হার না মানা ঝড়ো সেঞ্চুরি ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ভর করে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নিল রাজশাহী। হার দিয়ে শুরু এবারের বিপিএল শুরু করলো স্বাগতিক সিলেট।

প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। সাহেবজাদা ফারহান থিতু হওয়ার চেষ্টা করলেও ১৯ বলে ২০ রান করে ফেরেন সাজঘরে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখেন। ৩৬ বলে পূর্ণ করেন ফিফটি।

ফিফটির পর আরও মারকুটে ব্যাটিং শুরু করেন রাজশাহীর দলপতি। সাথে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। শেষপর্যন্ত সিলেটের রানের পাহাড় টপকে তাই উড়ন্ত সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। ৩১ বলে ৫১ রান করে জয়সূচক রান এনে দেন মুশফিক।

সিলেটের পক্ষে বল হাতে পেসার খালেদ আহমদ ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায়। ৩৬ রানে প্রথম উইকেট পড়ে সিলেটের। সাইম আইয়ুব ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। ১৮ বলে ২০ রান করে জাজাই ফেরেন সাজঘরে, তার আগে দুটি চারের সাথে হাঁকান একটি ছক্কা। ক্রিজে থিতু হয়ে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। ইমন শুধু সঙ্গই দেন নি, দেখিয়েছেন চার-ছয়ের ঝড়। সিলেটের মাঠে উপছে পড়া দর্শকরাও পেয়েছেন সেরা বিনোদন।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই দেখা মিলল রানপ্রসবা উইকেটের। তবে সেই রানের ফোয়ারা শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেই।

আজ হতাশ করেননি আফিফ হোসেনও বিশ্বকাপজয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইমনের ব্যাটে ভর করে সিলেট হাঁটতে থাকে বড় পুঁজির দিকে।

রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। রান আউট হয়ে মাঠ ছাড়ার আগে এক ছয় ও ৪ চারে সংগ্রহ করেন ৩৩ রান।

৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন।ইনিংসের শেষ বলে ইথান ব্রুকস মাঠে নেমেই তানজিম হাসানের বলে এলবিডব্লু শিকার হয়ে শূণ্য রানে ফেরেন সাজঘরে। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।

রাজশাহীর পক্ষে নেপালি লামিচানে ৪ ওভার বল করে ৯.৫ ইকোনমিতে ৩৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481