ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী

লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন

অভিবাসন ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ ও ‘ইউটিউব’ নির্ভর প্ল্যাটফর্ম ‘গান ও আড্ডা’র এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গত ১৮ নভেম্বর পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্তোরাঁয় আনন্দ–উৎসব, সংগীত পরিবেশনা এবং প্রাণবন্ত আড্ডায় জমে উঠেছিল বর্ষপূর্তির উদযাপন অনুষ্ঠানটি।

জানা যায়, গত এক বছরে ‘গান ও আড্ডা’ অনলাইনে নিয়মিত সুস্থধারার বাংলা সংগীত পরিবেশনের মাধ্যমে দেশ–বিদেশের অসংখ্য শ্রোতার ভালোবাসা অর্জন করেছে। পেইজটি মূলত লন্ডনের শিল্প–সংস্কৃতি জগতের তিন ঘনিষ্ঠ বান্ধবী— বিউটি শীল, মিষ্টি তালুকদার ও জে এফ তুলীর যৌথ উদ্যোগে পরিচালিত হয়। শুরু থেকেই সংগীতশিল্পী বিউটি শীল এবং মিষ্টি তালুকদার তাদের কণ্ঠে নানান বাংলা গান পরিবেশন করেন, আর নিয়মিত উপস্থাপনায় জে এফ তুলী পেজটিকে জনপ্রিয় করে তোলেন।

বর্ষপূর্তির পুরো আয়োজনটি সঞ্চালনা করেন টিভি উপস্থাপক জে এফ তুলী। প্রযোজক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করেন ‘গান ও আড্ডা’ সংগঠনের সংগীতশিল্পী বিউটি শীল ও মিষ্টি তালুকদার। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পেজে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রানা খান, প্রীতম সাহা, বিউটি শীল, মিষ্টি তালুকদার, আজিজা সুমি, তন্ময় পাল ও সাদমান সাজিদ খান। যন্ত্রসংগীতে ছিলেন হাসান আহমেদ, বিধান শীল, সম্রাট মোহাম্মদ ও তন্ময় শীল। লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তালাত মাহমুদ গুড্ডু এবং লাইভ টিভি পরিচালনা ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন জয়দ্বীপ রায়।

ব্রিটিশ–বাংলাদেশি কমিউনিটির ভালোবাসায় দিন দিন সমৃদ্ধ হয়ে উঠছে ‘গান ও আড্ডা’ প্ল্যাটফর্ম, যেখানে লাইভ অনুষ্ঠান ছাড়াও প্রায়ই আয়োজন করা হচ্ছে মিউজিক্যাল ইভেন্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন

লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় ০২:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

অভিবাসন ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ ও ‘ইউটিউব’ নির্ভর প্ল্যাটফর্ম ‘গান ও আড্ডা’র এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গত ১৮ নভেম্বর পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্তোরাঁয় আনন্দ–উৎসব, সংগীত পরিবেশনা এবং প্রাণবন্ত আড্ডায় জমে উঠেছিল বর্ষপূর্তির উদযাপন অনুষ্ঠানটি।

জানা যায়, গত এক বছরে ‘গান ও আড্ডা’ অনলাইনে নিয়মিত সুস্থধারার বাংলা সংগীত পরিবেশনের মাধ্যমে দেশ–বিদেশের অসংখ্য শ্রোতার ভালোবাসা অর্জন করেছে। পেইজটি মূলত লন্ডনের শিল্প–সংস্কৃতি জগতের তিন ঘনিষ্ঠ বান্ধবী— বিউটি শীল, মিষ্টি তালুকদার ও জে এফ তুলীর যৌথ উদ্যোগে পরিচালিত হয়। শুরু থেকেই সংগীতশিল্পী বিউটি শীল এবং মিষ্টি তালুকদার তাদের কণ্ঠে নানান বাংলা গান পরিবেশন করেন, আর নিয়মিত উপস্থাপনায় জে এফ তুলী পেজটিকে জনপ্রিয় করে তোলেন।

বর্ষপূর্তির পুরো আয়োজনটি সঞ্চালনা করেন টিভি উপস্থাপক জে এফ তুলী। প্রযোজক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করেন ‘গান ও আড্ডা’ সংগঠনের সংগীতশিল্পী বিউটি শীল ও মিষ্টি তালুকদার। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পেজে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রানা খান, প্রীতম সাহা, বিউটি শীল, মিষ্টি তালুকদার, আজিজা সুমি, তন্ময় পাল ও সাদমান সাজিদ খান। যন্ত্রসংগীতে ছিলেন হাসান আহমেদ, বিধান শীল, সম্রাট মোহাম্মদ ও তন্ময় শীল। লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তালাত মাহমুদ গুড্ডু এবং লাইভ টিভি পরিচালনা ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন জয়দ্বীপ রায়।

ব্রিটিশ–বাংলাদেশি কমিউনিটির ভালোবাসায় দিন দিন সমৃদ্ধ হয়ে উঠছে ‘গান ও আড্ডা’ প্ল্যাটফর্ম, যেখানে লাইভ অনুষ্ঠান ছাড়াও প্রায়ই আয়োজন করা হচ্ছে মিউজিক্যাল ইভেন্ট।