অভিবাসন ডেস্ক :: আক্ষেপ আর স্বস্তির মিশেলে একটি দিন পার করল পাকিস্তান। লাহোর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হয়েছেন ওপেনার ইমাম-উল-হক। মাঝে রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারিয়ে নাটকীয় ধসের মুখেও পড়েছিল স্বাগতিকরা। তবে শেষ সেশনে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের জোড়া ফিফটি এবং অবিচ্ছিন্ন শতরানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে চালকের আসনেই রয়েছে পাকিস্তান।
রোববার গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার করা প্রথম ওভারেই আবদুল্লাহ শফিকের (২) উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হক ও শান মাসুদের ১৬৩ রানের দুর্দান্ত জুটিতে সেই ধাক্কা সামলে নেয় স্বাগতিকরা। দুজনই তুলে নেন অর্ধশতক। শান মাসুদ ৭৬ রানে আউট হলেও ইমাম এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরির দিকে।
কিন্তু ৯৩ রানে প্রোটিয়া স্পিনার মুথুসামির বলে আউট হয়ে ৭ রানের আক্ষেপে পোড়েন ইমাম। এর পরের বলেই সৌদ শাকিলকেও ফেরান মুথুসামি। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই অধিনায়ক বাবর আজমও (২৩) বিদায় নেন। এতে ১৯৯ রানে ২ উইকেট থেকে ১৯৯ রানে ৫ উইকেটে পরিণত হয় পাকিস্তান।
এমন আকস্মিক ধসের পর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। ষষ্ঠ উইকেটে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা দিনশেষে দলকে ৫ উইকেটে ৩১৩ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দেন। রিজওয়ান ৬২ এবং সালমান ৫২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।