অভিবাসন ডেস্ক :: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে প্রবেশ চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নোয়াগাঁও গ্রামের গোপাল দাস (৪৫) ও তার স্ত্রী ববিতা দাস (৩৫)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে। তারা কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
এ ঘটনায় বিজিবি হাবিলদার নিহলাসাই মার্মা বাদী হয়ে পাসপোর্ট আইনের আওতায় শনিবার সকালে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
কসবা থানার ওসি মো. আবদুল কাদের জানান, বিজিবি আমাদের কাছে দুজন আসামি হস্তান্তর করেছে এবং একটি মামলা দায়ের করেছে। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।