অভিবাসন ডেস্ক :: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের প্রধান বন্দর শহর ডালিয়ানে ব্যবসায়িক দ্বন্দ্বে দুই জাপানি নাগরিক খুন হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) চীনের জাপান দূতাবাসের বরাতে এসব তথ্য জানিয়েছে জাপানের কিয়োডো নিউজ।
চীনের পুলিশ ২৫ মে লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিইয়াংয়ের জাপানি কনস্যুলেটকে এই হত্যাকাণ্ডের বিষয়টি অবহিত করে। তারা জানায়, পরিচিতদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
জাপানি গণমাধ্যম নিপ্পন ডটকম জানায়, সন্দেহভাজনকে আটক করা হয়েছে তিনি চীনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আদর্শিক কোনো বিষয়ের সংশ্লিষ্টতা নেই বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার ডালিয়ান পুলিশ এক বিবৃতিতে বলেছে, ৪২ বছর বয়সি এক চীনা পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে,নিহত দুই ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তির ব্যবসায়িক অংশীদার ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটেছে।
প্রতিবেদনে নিহতদের নাম, পরিচয় বা বয়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 



















