অভিবাস ডেস্ক: পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, ধরা সিলেটের সদস্য সচিব, সুরমা রিভার ওয়াটারকিপার ও বিশিষ্ট পরিবেশকর্মী আব্দুল করিম কিম-এর মাতা ছালেহা খাতুন চৌধুরী আজ ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, বিকেল ৩:১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তাঁর মৃত্যুতে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা জানিয়েছেন।