পরীক্ষামূলক প্রকাশনা | ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা: হাসনাত আবদুল্লাহ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫ সেই মাফলার ‘নিলামে’ বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব শাবির বঙ্গবন্ধু হল এখন ‘বিজয় ২৪’ শান্তিতে নোবেলের জন্য ইলন মাস্ককে মনোনয়ন গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর সকালে যুবদল নেতার মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার কারাদণ্ড মস্কোতে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর উদযাপন শীর্ষ নেতৃত্বের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগ কর্মসূচি করতে পারবে না: প্রেস সচিব

প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অভিবাসন ডেস্ক :: দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের নামে খোলা ‘টাকা হিসাব’ বা (নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট) নিটা অ্যাকাউন্ট পরিচালনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীদের সংশ্লিষ্ট সুবিধাভোগী এই হিসাব পরিচালনা করতে পারবেন। এসব হিসাবে বিদেশ থেকে অনলাইনে বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে। অর্থাৎ আগে রেমিট্যান্স পাঠানো হতো ব্যাংকের হিসাবে। এখন প্রবাসীরা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবেই রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন।

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়টি অবিলম্বে কার্যকর হবে এবং এটি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে। বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে হলে বিদেশে সংশ্লিষ্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজে গিয়ে জমা দিতে হয়। তারা রেমিট্যান্সের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে জমা করে। ব্যাংক তা গ্রাহকের হিসাবে জমা করলে গ্রাহকের সুবিধাভোগী তা তুলতে পারে। এই প্রক্রিয়ায় ৩ থেকে ৭ কার্যদিবস চলে যায়।

নতুন নিয়মে প্রবাসীরা বিদেশ থেকে দেশের ব্যাংকগুলোতে থাকা তাদের ব্যাংক হিসাবে অনলাইন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এতে দ্রুত রেমিট্যান্সের অর্থ দেশে চলে আসবে এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের খরচও কমে যাবে।

প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর জন্য নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (এনএফসিডি) খুলে তাতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন। ওই হিসাব অর্থ নিটা অ্যাকাউন্টে স্থানান্তর করে তা খরচ করতে পারেন। এখন থেকে প্রবাসীরা সরাসরি নিটা অ্যাকাউন্টেই রেমিট্যান্সের অর্থ স্থানান্তর করতে পারবেন।

সার্কুলারে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকরা ব্যাংকের চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারবেন। এসব ক্ষেত্রে ব্যাংগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ট্যাগস :

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা

প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন

আপডেট সময় ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের নামে খোলা ‘টাকা হিসাব’ বা (নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট) নিটা অ্যাকাউন্ট পরিচালনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীদের সংশ্লিষ্ট সুবিধাভোগী এই হিসাব পরিচালনা করতে পারবেন। এসব হিসাবে বিদেশ থেকে অনলাইনে বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে। অর্থাৎ আগে রেমিট্যান্স পাঠানো হতো ব্যাংকের হিসাবে। এখন প্রবাসীরা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবেই রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন।

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়টি অবিলম্বে কার্যকর হবে এবং এটি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে। বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে হলে বিদেশে সংশ্লিষ্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজে গিয়ে জমা দিতে হয়। তারা রেমিট্যান্সের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে জমা করে। ব্যাংক তা গ্রাহকের হিসাবে জমা করলে গ্রাহকের সুবিধাভোগী তা তুলতে পারে। এই প্রক্রিয়ায় ৩ থেকে ৭ কার্যদিবস চলে যায়।

নতুন নিয়মে প্রবাসীরা বিদেশ থেকে দেশের ব্যাংকগুলোতে থাকা তাদের ব্যাংক হিসাবে অনলাইন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এতে দ্রুত রেমিট্যান্সের অর্থ দেশে চলে আসবে এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের খরচও কমে যাবে।

প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর জন্য নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (এনএফসিডি) খুলে তাতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন। ওই হিসাব অর্থ নিটা অ্যাকাউন্টে স্থানান্তর করে তা খরচ করতে পারেন। এখন থেকে প্রবাসীরা সরাসরি নিটা অ্যাকাউন্টেই রেমিট্যান্সের অর্থ স্থানান্তর করতে পারবেন।

সার্কুলারে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকরা ব্যাংকের চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারবেন। এসব ক্ষেত্রে ব্যাংগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5464