প্যারিস প্রতিনিধি : ফ্রান্সের প্যারিসে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঐতিহ্যবাহী সিলেট উৎসবের তৃতীয় আয়োজন অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের প্রাচীন ও বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই উৎসবকে ঘিরে প্রবাসী সিলেটিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মোঃ হেনু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। ফ্রান্সের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ওয়াহিদুর রহমান। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম কয়েস সামি। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। বক্তব্যে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের গৌরবময় ইতিহাস ও নিরলস কার্যক্রম তুলে ধরেন। প্রবাসীদের আত্মত্যাগ, তাদের দেশ ও পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এবং বিদেশের মাটিতে থেকেও এলাকার উন্নয়নে প্রেসারগ্রুপ হিসেবে ভূমিকা রাখার গুরুত্ব তিনি আবেগঘন ভাষায় উপস্থাপন করেন।
তিনি বলেন,
“প্রবাসীরা কখনো নিজের স্বাচ্ছন্দ্যের জন্য নয় বরং পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও দেশের মানুষের কল্যাণে নিজেদের কষ্ট, বিলাসিতা ও সময় ত্যাগ করে চলেন। বিদেশের দূরত্ব তাদের মনকে থামাতে পারে না—দেশের প্রতি ভালোবাসাই তাদের এগিয়ে নেয়।”
এসময় ফ্রান্সে অবস্থানরত সিলেটপিডিয়ার সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র নিউজলেটারের নির্বাহী সম্পাদক ও আজীবন সদস্য সাংবাদিক শাহাবুদ্দিন শুভ’র কর্মকাণ্ডও বিশেষভাবে উল্লেখ করেন তিনি এবং তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সহ-সভাপতি খসরুজামান, আলতাফুর রহমান, জাবেদ হোসেন, লুলু আহমদ, খলিলুর রহমান, এইচ এম মিহির, ছাদ মোহাম্মদ; যুগ্ম সম্পাদক বাদল মিয়া, আজাদ আহমদ, হোসেন আহমদ, আজাদ উদ্দিন, শাহ আলম মায়া; সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইস্তা মিয়া; অর্থ সম্পাদক হোসেন আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আলী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক সুহেল আহমদ, শিক্ষা সম্পাদক রাজিব আহমদ, সহ-অর্থ সম্পাদক আবদুল কুদ্দুস, এবং সদস্য কায়েস আহমেদ, আব্দুল কাদিরসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ইস্কন্দর আলী, মুসলিম উদ্দিন, লাল মিয়া, আব্দুল হান্নান, আব্দুল করিম, আজীবন সদস্য আজাদ মিয়া, সালমান আহমদ, রনি আহমদ, বি.পি. রায়হান, মাসুদ আহমদ, লায়েক আহমদ, সাজু আহমদ, ইকবাল হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স ট্রিউবুন সম্পদক সাবুল আহমদ, নির্বাহী সম্পাদক আবুতাহের রাজু ।
অনুষ্ঠানের শেষপর্বে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিনুর রহমান সুমন-এর পরিচালনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী পাপিয়া পাল ও মিষ্টি বিশ্বাস।

নিজস্ব সংবাদ : 









