লন্ডন প্রতিনিধি: বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট (ক্যাটাগরি C & D)। ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর স্পোর্টস হলে আয়োজিত এই প্রতিযোগিতায় লন্ডন, বার্মিংহাম, লুটনসহ আশেপাশের এলাকা থেকে ইংল্যান্ডে বসবাসরত বড়লেখার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রাহাত ও সালেহ আহমদ জুটি, আর রানার-আপ হন শামীম ও বজলুর রশিদ জুটি।

সেমি-ফাইনালিস্ট ছিলেন নোমান আহমদ ও আহাদ এবং আতা রহমান ও মাহফুজ। খেলা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন — আতা রহমান, জামাল আহমেদ, সোহেল আহমেদ, মোস্তফা কামাল, নোমান আহমেদ, জাহেদ আহমেদ, আমির হোসেন, সিরাজ উদ্দিন, ফখরুদ্দিনসহ আরও অনেকে।
আয়োজক কমিটি জানায়, প্রবাসে থেকেও খেলাধুলার মাধ্যমে বড়লেখার প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 










