ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর পর্তুগালের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন ওসমানীনগরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়: আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত-বিএনপি মুখোমুখি ব্যস্ততা বাধা নয়, সময়ই উপহার: অটিজম শিশুদের পাশে বাবা-মা প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরন সভা প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর

কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: সংগৃহিত

অভিবাসন ডেস্ক :: নাটক সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, শুদ্ধাচার শুভ ও সুন্দরের পথে মানুষকে ধাবিত করে এই ধারণাকে উপজীব্য করে কানাডার টরেন্টোতে নাট্যসংঘের আয়োজনে এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে চতুর্থ নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ও ৯ নভেম্বর।

দুই দিনব্যাপী এই চতুর্থ নাট্যোৎসবে বিকেল তিনটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছয়টি পূর্ণাঙ্গ মঞ্চ নাটক ও একটি নৃত্যনাট্যসহ মোট নয়টি মঞ্চায়ন হবে। এ উপলক্ষে কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্খীসহ অর্ধশতাধিক মানুষ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভূতপূর্ব সংবাদ উপস্থাপক আসমা আহমেদ মাসুদ, সংস্কৃতিজন সুমন সাঈদ, নাট্যজন নয়ন হাফিজ, সবিতা সোমানী, মিথুন রেজা, শিল্পী দম্পতি কচি রানা ও রেশমা রণি, কবি পারভেজ চৌধুরী, সম্প্রচার বিশেষজ্ঞ সায়েম মোহাম্মদসহ অন্যান্য সুধীজনেরা।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা চতুর্থ নাট্যোৎসবের সাফল্যকামনা করে বলেন, নাটক মানুষের চিন্তা শক্তিকে শানিত করে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে, নাটক সুন্দরের প্রতীক। এ সময়ে অভিবাসী বিশেষজ্ঞ মনীশ পাল, রিয়েলটর সুকোমল রায় নাট্যসংঘ, কানাডা’র যেকোনো কর্মকাণ্ডে সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যারিস্টার সূর্য চক্রবর্তী নাট্যসংঘ, কানাডার ভূয়সী করে সুস্থ ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

আশরাফ রানার অনুষ্ঠান পরিকল্পনা ও সাবলীল পরিচালনায় জুসি ডায়না বিশ্বাস, মো. আশরাফুল আলম রাসেল ও দীপিকা রোজারিও নাটকের চরিত্রগুলোর প্রাণবন্ত খণ্ডাভিনয় করেন। নাহিদ আশরাফির আবৃত্তি ও গোলাম রব্বানী শিহাবের লালনগীতি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

ট্যাগস :

নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর

নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর

আপডেট সময় ০১:০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

অভিবাসন ডেস্ক :: নাটক সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, শুদ্ধাচার শুভ ও সুন্দরের পথে মানুষকে ধাবিত করে এই ধারণাকে উপজীব্য করে কানাডার টরেন্টোতে নাট্যসংঘের আয়োজনে এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে চতুর্থ নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ও ৯ নভেম্বর।

দুই দিনব্যাপী এই চতুর্থ নাট্যোৎসবে বিকেল তিনটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছয়টি পূর্ণাঙ্গ মঞ্চ নাটক ও একটি নৃত্যনাট্যসহ মোট নয়টি মঞ্চায়ন হবে। এ উপলক্ষে কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্খীসহ অর্ধশতাধিক মানুষ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভূতপূর্ব সংবাদ উপস্থাপক আসমা আহমেদ মাসুদ, সংস্কৃতিজন সুমন সাঈদ, নাট্যজন নয়ন হাফিজ, সবিতা সোমানী, মিথুন রেজা, শিল্পী দম্পতি কচি রানা ও রেশমা রণি, কবি পারভেজ চৌধুরী, সম্প্রচার বিশেষজ্ঞ সায়েম মোহাম্মদসহ অন্যান্য সুধীজনেরা।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা চতুর্থ নাট্যোৎসবের সাফল্যকামনা করে বলেন, নাটক মানুষের চিন্তা শক্তিকে শানিত করে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে, নাটক সুন্দরের প্রতীক। এ সময়ে অভিবাসী বিশেষজ্ঞ মনীশ পাল, রিয়েলটর সুকোমল রায় নাট্যসংঘ, কানাডা’র যেকোনো কর্মকাণ্ডে সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যারিস্টার সূর্য চক্রবর্তী নাট্যসংঘ, কানাডার ভূয়সী করে সুস্থ ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

আশরাফ রানার অনুষ্ঠান পরিকল্পনা ও সাবলীল পরিচালনায় জুসি ডায়না বিশ্বাস, মো. আশরাফুল আলম রাসেল ও দীপিকা রোজারিও নাটকের চরিত্রগুলোর প্রাণবন্ত খণ্ডাভিনয় করেন। নাহিদ আশরাফির আবৃত্তি ও গোলাম রব্বানী শিহাবের লালনগীতি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5471