অভিবাসন ডেস্ক :: নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে গ্যাস ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস কূপ সংলগ্ন এলাকার জনগণের কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ-বাহুবল মৈত্রী সংঘ ও গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনগুলোর উদ্যোক্তা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশিষ্ট সাংবাদিক ও লেখক ড. নাজমুল ইসলাম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবেদ রাজা। বিশেষ অতিথির বক্তব্য দেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন সালেহী, এনাম আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক রিপন কবির লস্কর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সোহেল, বাহুবল উন্নয়ন ফোরামের সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ , মাওলানা জোবায়ের চৌধুরী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, পারভেজ চৌধুরীসহ গ্রেটার সিলেটের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাস্থ রশিদপুর তৃতীয় কূপ থেকে দৈনিক প্রায় ৮০ লক্ষ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে। এর আগে থেকেই নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়ে আসছে। গ্যাস নীতিমালা অনুযায়ী স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না।
তারা বলেন, স্থানীয়রা গ্যাস পাওয়াকে তাদের ন্যায্য অধিকার হিসেবে দেখছেন। তাই দ্রুত নবীগঞ্জ-বাহুবলে গৃহস্থালি গ্যাস সংযোগ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্যাস কূপকেন্দ্রিক কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।