সিলেট প্রতিনিধি : সিলেটের উপশহর এলাকার তেররতন বাজার বস্তিতে উইশ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান মাসের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে এবং অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে উইশ ফাউন্ডেশন এই মহতী উদ্যোগ গ্রহণ করে। রবিবার ২৩ মার্চ বিকেলে তেররতন বাজার বস্তিতে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উইশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।
উইশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা প্রতি বছরই রমজানে অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো, সবাই যেন ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা রাখছি।”
উল্লেখ্য, উইশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষরা উপকৃত হচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।