পরীক্ষামূলক প্রকাশনা | ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্কের আশাবাদ নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

নিউইয়র্কে মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: এক্স থেকে নেওয়া

অভিবাসন ডেস্ক :: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘ভারত, এশিয়া ও বিশ্ব’ শীর্ষক এক মতবিনিময়ে জয়শঙ্কর এসব কথা বলেন বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ অনলাইন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্ষমতার পরিবর্তন নয়াদিল্লির জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে কিনা প্রশ্নে জয়শঙ্কর, সাংবাদিকদের এ বিষয়ে নিজেরা কোনো সিদ্ধান্তে উপনীত না হতে অনুরোধ জানান।
তিনি বলেন, ‘ভারত প্রতিবেশীদের সব রাজনৈতিক উদ্যোগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিষয়টা এমন নয়। এভাবে শুধু আমরা নয়, কেউই কিছু অর্জন করতে পারে না। ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্তভাবে সহায়তা করেছে বলেও দাবি তাঁর।

জয়শঙ্কর আরও বলেন, ‘প্রতিটি দেশের নিজস্বতা থাকে। বৈদেশিক নীতিতে, আপনি এটি পড়ে, অনুমান করে তারপরেই কেবল প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করেন। পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক সুবিধার বাস্তবতার নিরিখে প্রতিবেশীরা নিশ্চয়ই আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করবে। আর এটাই আমাদের সম্পর্কের ইতিহাস।’

বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য ভিন্নভাবে কাজ করেছি। গত এক দশকে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করেছি, যা আমাদের উভয়ের জন্য মঙ্গলজনক। সামগ্রিকভাবে এ অঞ্চলে অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে এবং বিভিন্ন বিষয়ে উন্নতি হয়েছে।’

বাংলাদেশে ক্ষমতা পটপরিবর্তনের পর এর আগে গত সোমবার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।

ট্যাগস :

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্কের আশাবাদ নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১০:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

অভিবাসন ডেস্ক :: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘ভারত, এশিয়া ও বিশ্ব’ শীর্ষক এক মতবিনিময়ে জয়শঙ্কর এসব কথা বলেন বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ অনলাইন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্ষমতার পরিবর্তন নয়াদিল্লির জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে কিনা প্রশ্নে জয়শঙ্কর, সাংবাদিকদের এ বিষয়ে নিজেরা কোনো সিদ্ধান্তে উপনীত না হতে অনুরোধ জানান।
তিনি বলেন, ‘ভারত প্রতিবেশীদের সব রাজনৈতিক উদ্যোগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিষয়টা এমন নয়। এভাবে শুধু আমরা নয়, কেউই কিছু অর্জন করতে পারে না। ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্তভাবে সহায়তা করেছে বলেও দাবি তাঁর।

জয়শঙ্কর আরও বলেন, ‘প্রতিটি দেশের নিজস্বতা থাকে। বৈদেশিক নীতিতে, আপনি এটি পড়ে, অনুমান করে তারপরেই কেবল প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করেন। পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক সুবিধার বাস্তবতার নিরিখে প্রতিবেশীরা নিশ্চয়ই আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করবে। আর এটাই আমাদের সম্পর্কের ইতিহাস।’

বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য ভিন্নভাবে কাজ করেছি। গত এক দশকে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করেছি, যা আমাদের উভয়ের জন্য মঙ্গলজনক। সামগ্রিকভাবে এ অঞ্চলে অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে এবং বিভিন্ন বিষয়ে উন্নতি হয়েছে।’

বাংলাদেশে ক্ষমতা পটপরিবর্তনের পর এর আগে গত সোমবার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5464