অভিবাসন ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে আজ দোয়া ও শ্রদ্ধা জানাতে এসেছেন বিএনপির বহু নেতা–কর্মী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে নেতা–কর্মী ও সাধারণ মানুষ ভিড় লক্ষ্য করা গেছে। তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হলে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাত করেন।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সামনের সড়কেও চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দুপুর ১২টার পরে প্রবেশমুখ খুলে দিলে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
পরে বুধবার বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
নিজস্ব সংবাদ : 










